North 24 Parganas News: বাইরে ফাঁদ পেতে বসে রয়েছে বিপদ! যেতে পারে প্রাণ! ঘর থেকেই বেরোচ্ছে না মানুষ

Last Updated:

North 24 Parganas News: বাইরে গেলেই হতে পারে হামলা! দলবল নিয়ে তৈরি ওরা। আতঙ্কে গৃহবন্দি মানুষ!

+
শিয়াল

শিয়াল আতঙ্ক

#উত্তর ২৪ পরগনা:  বাইরে বেরোলেই আতঙ্ক। কী অপেক্ষা করছে বাইরে। ঘটনায় রীতি মতো আতঙ্ক শুরু হয়েছে গোটা এলাকায়! শিয়ালের আতঙ্কে অতিষ্ট এলাকার মানুষ। একপ্রকার নাওয়া খাওয়া ভুলতে বসেছেন সকলে, এখন দিনরাত শিয়াল আতঙ্ক তাড়া করে বেরাচ্ছে উত্তর ২৪ পরগনা দত্তপুকুর কোটরা পঞ্চায়েতের ফলদি গ্রামে। ইতিমধ্যে শিয়ালের আক্রমণে আহত হয়েছেন চার পাঁচ জন।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বিকেল হলেই গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বাড়িতে পোষা গরু ,ছাগল, হাঁস, মুরগী তো খাচ্ছেই এখন মানুষকে দেখলেও ছাড়ছে না। জমিতে চাষ করতে গিয়ে শিয়ালের কামর খেয়ে বাড়ি ফিরতে হচ্ছে কোনরকমে প্রাণ বাঁচিয়ে। যদিও এখনও সেভাবে বনদফতরের তৎপরতা চোখে পড়েনি বলেই জানিয়েছেন এলাকাবাসীরা। স্থানীয় পঞ্চায়েতে বিষয়টি জানানো হয় পাশাপাশি, বনদফতরকে আবারও জানানো হবে বলে পঞ্চায়েতের তরফ থেকে এলাকাবাসীদের আশ্বস্ত করা হয়েছে।
advertisement
শিয়ালের কামড়ে আক্রান্তদের পাশে থেকে পঞ্চায়েত সব রকম সাহায্য করছে। গ্রামবাসীদের ভয়ের মূল কারণ হয়ে উঠছে শিশুদের নিয়ে। গ্রাম্য এলাকা হওয়ায় অধিকাংশ বাড়িতে বাথরুম বাইরে। প্রয়োজনে রাত্রে বেরোতে হয়। এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে শিয়ালের দল। ফলে আতঙ্ক যেন পিছু ছাড়ছে না এলাকাবাসীদের। যাদের কামড়েছে প্রত্যেকেই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র দেখিয়ে ভ্যাক্সিন নিচ্ছে বলে জানা গিয়েছে।সব মিলিয়ে ফলদি গ্রাম এখন শিয়াল আতঙ্কে ভুগছে, আর এর থেকে রেহাইয়ের জন্য এখন বনদপ্তরের দিকেই তাকিয়ে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
রুদ্র নারায়ন রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বাইরে ফাঁদ পেতে বসে রয়েছে বিপদ! যেতে পারে প্রাণ! ঘর থেকেই বেরোচ্ছে না মানুষ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement