বসিরহাটঃ টাকি পৌর এলাকার ইছামতি নদী দূষণমুক্ত করে সুস্থ পরিবেশ গড়ে তুলতে সচেতনতা বার্তা দেওয়া হল। মহিলাদের মশাল দৌড়ের মাধ্যমে এই বার্তা দেওয়া হল। বসিরহাটের সীমান্তবর্তী ছোট্ট শহর টাকি পর্যটন কেন্দ্র হিসেবে ইতিমধ্যে ভৌগলিক দিক থেকে ভারতীয় মানচিত্রে জায়গা করে নিয়েছে। রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে এমনকি বিদেশ থেকেও বহু পর্যটক এখানে আসেন। টাকির প্রাকৃতিক সৌন্দর্য যেমন প্রাচীন জমিদার বাড়ি, ইছামতি নদীতে নৌ বিহারের মধ্য দিয়ে ওপার বাংলাকে একবার দেখে নেওয়া।
আরও পড়ুনঃ এমএলএ কাপে মিলছে নতুন প্রতিভার খোঁজ! নজরে মহিলা ফুটবলাররাও
এই মনোরম দৃশ্য বারবার পর্যটকদের কাছে এক অভূতপূর্ব রসদ। টাকি পৌরসভার উদ্যোগে কয়েকশো মহিলারা হাতে মশাল নিয়ে টাকি পৌরসভাকে দূষণমুক্ত করতে পথে নামেন। ইছামতি নদীর দূষণ প্রতিরোধ করার পাশাপাশি টাকি পৌরসভাকে দূষণমুক্ত করে সুস্থ পরিবেশ গড়ে তোলার বার্তা দেন তাঁরা।
একেবারে অভিনব কায়দায় নদীর পাড় দিয়ে মশাল নিয়ে দৌড় ও হাতে প্ল্যাকার্ড নিয়ে টাকি পৌরসভাবাসীকে সচেতনতার বার্তা দেওয়া হয়। পাশাপাশি টাকি পর্যটন স্থান গুলিতে দূষণমুক্ত করতে মাইকিং করা হয়। তবে এদিনের এই মশাল দৌড়ের মধ্য দিয়ে সচেতনতা বার্তা আগামী দিনে কতটা দূষণমুক্ত পরিবেশ তৈরি করবে টাকি পৌরসভাকে বা ইছামতি নদী বা কতটা দূষণমুক্ত হবে তা সময়ই বলবে।
জুলফিকার মোল্যা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।