North 24 Parganas News: মাঝরাতে বুকে ব্যথা-গ্যাস-শ্বাসকষ্ট, সেখান থেকেই মর্মান্তিক পরিণতি ব্যারাকপুরের যুবকের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
অভাবের সংসারে ছেলে চাইছিল চাকরি, আচমকাই থামল হৃদস্পন্দন
উত্তর ২৪ পরগনা: অভাবের সংসারে বাবা-মায়ের একমাত্র সন্তান। আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজ থেকে ফিশারি সায়েন্স-এ স্নাতক। তামিলনাড়ু আন্নামালাই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স (এমএসসি)করে, চাকরির চেষ্টা করছিলেন বছর ২৯-এর রণদীপ। অবসর সময়ে বাবার হোমিওপ্যাথি ওষুধের ব্যবসাও দেখাশোনা করতেন । সোমবার ছিল CHSL পরীক্ষা। হঠাৎই বুক-পেটে ব্যথা শুরু হয়, হয় শ্বাসকষ্টও। বাবা হোমিওপ্যাথি ওষুধ দিয়েছিলেন। অবস্থা বেগতিক দেখে, স্থানীয় এক চিকিৎসককেও বাড়িতে নিয়ে আসা হয়। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল রণদীপের।
মর্মান্তিক ঘটনাটি নিউ ব্যারাকপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের পশ্চিম মাসুন্দা জাগরণী সংঘ এলাকায়। বাবা রতন সরকার এবং মা মিলি সরকারের একমাত্র ছেলে রণদীপ সরকার। যুবকের আকষ্মিক মৃত্যুর খবরে গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া। প্রতিবেশী থেকে বন্ধুবান্ধব, রনদীপের মর্মান্তিক মৃত্যু সংবাদ কেউই মেনে নিতে পারছেন না। রণদীপের দীর্ঘদিনের এক বন্ধু জানান, '' ভোররাত থেকে গ্যাসের সমস্যা, পেট ব্যাথা, বুক জ্বালা হচ্ছিল। তারপরই শ্বাসকষ্ট শুরু হয়। স্থানীয় চিকিৎসক জানান, মানুষের শরীরে গ্যাস ফর্ম করে মারাত্মক আকার ধারণ করতে পারে, এ'ক্ষেত্রেও তেমন হয়েছিল।''
advertisement
Rudra Narayan Roy
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2023 6:10 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মাঝরাতে বুকে ব্যথা-গ্যাস-শ্বাসকষ্ট, সেখান থেকেই মর্মান্তিক পরিণতি ব্যারাকপুরের যুবকের