Python Recovered: বাঁশবাগানে ছাপছাপ ‘ওটা’ ঠিক কী? ১৫ ফুটের পাইথন ঘিরে জোর চাঞ্চল্য
- Published by:Debalina Datta
Last Updated:
North 24 Parganas News: হাবরায় বাঁশবাগান থেকে ১৫ ফুটের পাইথন সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
#উত্তর ২৪ পরগনা: বাঁশ বাগানের ভতর দিয়ে তিন বন্ধু যাওয়ার সময় চোখ পড়ে চকরাবকরা কিছু রয়েছে। যা দেখে মুহূর্তেই দাঁড়িয়ে যায় স্থানীয় এক যুবক সাগর সহ তার বন্ধুরা। সাহস করে কাছে যেতেই রীতিমতো চক্ষু চড়ক গাছ। গায়ে চকরাবকরা আকৃতির সাপ দেখে রীতিমত চিৎকার করে ওঠেন স্থানীয় ওই যুবকেরা। চিৎকার শুনে তড়িঘড়ি ছুটে আসেন আশপাশে এলাকার বাসিন্দারা।
সন্ধ্যে হয়ে যাওয়ায় অন্ধকারের মধ্যে লাইট জ্বালিয়ে প্রায় ১৫ ফুটের ওই পাইথন সাপটিকে ধরা হয় স্থানীয় যুবকদের চেষ্টায়। প্রথমবার ধরতে গেলেও পালিয়ে যায় সাপটি। পরে আরও একবার চেষ্টা করে বহু কষ্টে ধরা পড়ে ওই পাইথন সাপ। এরপরই সাপ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়ায় হাবরার পৃথিবা গ্রাম পঞ্চায়েতের নারায়ণকাটি এলাকায়। দৈত্যাকৃতি সাপ দেখতে ভিড় জমান আশপাশের এলাকার বহু মানুষজন। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় গোটা এলাকায়। এমনকি দড়ি দিয়ে ঘিরে দিতেও দেখা যায় ওই এলাকা। ভিড় সামলাতে রীতিমতো ছুটে আসতে হয় হাবরা থানার পুলিশকে। খবর দেওয়া হয় বনদফতরেও।
advertisement
আরও পড়ুন - Weather Alert : দিঘার ওপর দিয়ে সক্রিয় মৌসুমী রেখা, আবহাওয়া তুমুল বদলে ঝমঝম বৃষ্টি, লেটেস্ট ওয়েদার আপডেট
advertisement
যদিও এলাকায় উত্তেজনায এড়াতে পুলিশের পক্ষ থেকে সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বনদফতরের হাতে ওই পাইথন সাপটিকে তুলে দেওয়া হয়। কিভাবে এই সাপ এখানে এল তা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে ওই এলাকায়। আতঙ্ক কাটাতে স্থানীয় মানুষজন আলো জ্বালিয়ে আশপাশের এলাকায়ও তল্লাশি চালান।
advertisement
যদিও স্থানীয় প্রশাসনের তরফ থেকে অযথা আতঙ্ক না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে এলাকাবাসীদের। স্থানীয় এলাকাবাসীরা জানান, ওই এলাকায় আলো না থাকার কারণে অন্ধকারেই থাকতে হয় তাদের। ফলে যে কোন মুহূর্তেই ঘটতে পারে দুর্ঘটনা। তাই অবিলম্বে ওই এলাকায় আলো লাগানোরও দাবি জানানো হয়।
advertisement
Rudra Narayan Roy
Location :
First Published :
August 23, 2022 10:42 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Python Recovered: বাঁশবাগানে ছাপছাপ ‘ওটা’ ঠিক কী? ১৫ ফুটের পাইথন ঘিরে জোর চাঞ্চল্য