হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
নিউটাউনের নতুন আকর্ষণ প্রফেসর শঙ্কু পার্ক 

North 24 Parganas News- নিউটাউনের নতুন আকর্ষণ প্রফেসর শঙ্কু পার্ক 

নিউটাউনের প্রফেসর শঙ্কু পার্ক

নিউটাউনের প্রফেসর শঙ্কু পার্ক

সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষকে সামনে রেখে নিউটাউনের নতুন আকর্ষণ প্রফেসর শঙ্কু পার্ক

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#উত্তর ২৪ পরগনা: রাজারহাট উপনগরীর মুকুটে আরও এক পালক। প্রফেসর শঙ্কু পার্ক তৈরি করল এনকেডিএ। অ্যাকশন এরিয়া সিটি সেন্টার টু এর পিছনে দু'একর জমির ওপর এই থিম পার্ক তৈরি হয়েছে (North 24 Parganas News)। সত্যজিৎ রায়ের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই পার্কের উদ্বোধন করেছিলেন তাঁর সুপুত্র সন্দীপ রায়। গত বছর কোভিড সংক্রমণের জন্য পার্ক উদ্বোধনের কয়েকদিনের মধ্যেই সেটি বন্ধ করে দিতে হয়েছিল। চলতি মাসে ফের পার্কটি সকলের জন্য উন্মুক্ত হওয়ায়, সেখানে ছোট বড় সকলের ভিড় বাড়ছে বলে জানিয়েছে নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ।

এনকেডিএর চেয়ারম্যান দেবাশিস সেন বলেন, "সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে মাত্র দেড় মাসের মধ্যে এই থিম পার্ক তৈরি করা হয়েছিল।কোভিডের জন্য উদ্বোধনের পর পরই এটি বন্ধ হয়। এখন পুরোদমে পার্ক খুলে যাওয়ায় ভিড় বাড়ছে মানুষের। যারা প্রফেসর শঙ্কুর ওপর লেখা গ্রন্থগুলো পড়েছেন, তাঁদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে এই পার্ক।" আধিকারিকদের দাবি, যারা সিটি সেন্টার টু ঘুরতে আসছেন তাঁরা প্রায় সকলেই একবার ঢু মারছে এই পার্কে।

প্রসঙ্গত, প্রতি বছর ২ মে সত্যজিৎ রায়ের জন্ম দিবস পালন হয় গোটা বিশ্ব জুড়ে।সেই দিনকে স্মরণ করে এই প্রবাদপ্রতিম চলচ্চিত্র নির্মাতাকে শ্রদ্ধা জানাতে প্রফেসর শঙ্কু পার্ক তৈরি করেছে এনকেডিএ (North 24 Parganas News)। পার্ক ঘুরতে আসা শুধু ছোটরা নয়, সত্যজিৎ রায়ের এই মহান সৃষ্টিকে যারা ভালবাসেন তাঁরাও নস্টালজিক হয়ে পড়ছেন এখানে এসে। পার্কের মূল গেট দিয়ে প্রবেশ করলেই চোখে পড়বে প্রফেসর শঙ্কুর বিশাল মূর্তি। রয়েছে ছোটদের খেলার জায়গা। দেখা মিলবে এলিয়নদের। চাক্ষুষ করা যাবে মমি, পিরামিডের। চারপাশে খেজুর গাছ লাগিয়ে এমন পরিবেশ সৃষ্টি করা হয়েছে, মনে হবে এক টুকরো মিশর।

আমরা সবাই ছোট বেলায় ন’য়ে নবগ্রহ পড়েছি। সেই নবগ্রহের মাঝখানে বসে দিব্যি খুনসুটি করতে পারবে ছোটরা। শঙ্কু এবং তাঁর কান্ড কারখানা নিয়ে বেশ কিছু অসাধারণ চিত্র শিল্পের দেখা মিলবে এই পার্কে। সন্ধ্যের আলো- ছায়ার মায়াবী পরিবেশে প্রতিটি সৃষ্টিই জীবন্ত মনে হবে এখানে। এছাড়া ক্যাফেটেরিয়া, টয়লেট, টিকিট কাউন্টার প্রভৃতি থাকছে এই পার্কে।

Rudra Narayan Roy
Published by:Samarpita Banerjee
First published:

Tags: New Town, Satyajit Ray