North 24 Parganas: বৌভাতের দিন পাঁচিল টপকে পালালো বৌ!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বৌ পালালো বৌভাতের দিন পাঁচিল টপকে! বউ খুঁজে পেলেও তার আচরণে স্থম্ভিত সকলে, লজ্জায় লাল মেয়েপক্ষ
রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: বৌভাতের অনুষ্ঠানে সকাল থেকেই নতুন বউকে পাওয়া যাচ্ছে না। হঠাৎই বউ বেপাত্তা। কিছুক্ষণ পর প্রতিবেশীদের কাছ থেকে জানা গেল পাঁচিল টপকে বউ পালিয়ে গেছে। অনেক খোঁজা খুঁজির পর অবশেষে বউ মিলল। তবে তাকে বাড়ি ফিরিয়ে আনতেই সবাই হতবাক। নতুন বউয়ের মুখ থেকে অসংলগ্ন কথা বের হতেই মাথায় হাত পাত্রপক্ষের। পাত্র পক্ষের দাবি, নতুন বউয়ের মানসিক অবস্থা স্থিতিশীল নয়। ভালো ছেলের কপালে এমন বউ জুটলো? এমন প্রশ্ন তুলে হতবাক প্রতিবেশীরাও। ঘটনাটি উত্তর 24 পরগনা অশোকনগর থানার মানিকতলা এলাকার। পরিবার সূত্রে জানা গেছে, মানিকতলায় এলাকার বাসিন্দা পেশায় ফুল ব্যবসায়ী বছর চব্বিশের যুবক সায়ন মণ্ডল এর সঙ্গে হুগলি জেলার কোন্নগর এর ওই তরুণীর বিয়ে হয়। সাতপাকে সেদিন বাধা পড়লেও সমস্যার আঁচ পাননি পাত্র ও পাত্র পক্ষের পরিবার। কোন্নগরে মেয়ের বাড়ি বিয়ের পাঠ ভালো ভাবেই মিটে যায়। নতুন বউকে বাড়িতে নিয়ে এসে কালরাত্রি পালন করা হয়। এ পর্যন্ত সবই ঠিক ছিল। বৌভাতের সকালে নতুন বউকে ডাকতে গিয়ে দেখা যায় বিছানায় চাদরে পেঁচানো কোলবালিশ দেখে সন্দেহ হয় পরিবারের। খোঁজ শুরু হয় নতুন বউয়ের। প্রতিবেশী মারফত জানা যায় সকালে নাকি পাঁচিল টপকে এক মহিলাকে পালিয়ে যেতে দেখা গেছে। অনেক খোঁজাখুঁজির পর বেশ কয়েক ঘণ্টা বাদে অশোক নগর বাস স্ট্যান্ড এর কাছ থেকে সন্ধান মেলে নতুন বউয়ের। শ্বশুরবাড়ী ফিরে এসে নববধূর কথা শুনে শুনে স্তম্ভিত সকলেই। এমন ঘটনার খবর পৌঁছে যায় অশোক নগর থানায়। পুলিশের উপস্থিতিতে নববধূকে তুলে দেয়া হয় তার বাপের বাড়ির লোকজনের হাতে। মেয়ের অসংলগ্ন আচরণে লজ্জিত তার পরিবারের সদস্যরাও। মেয়ের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মেয়েকে ফিরিয়ে নিয়ে যাবেন এবং তার চিকিৎসার সবরকম ব্যবস্থা করবেন।
Location :
First Published :
March 15, 2022 12:14 PM IST