Mohun Bagan Day: বসিরহাটেও মোহনবাগান দিবস

Last Updated:

২৯ জুলাই মানেই মোহনবাগান দিবস। কলকাতা ময়দানের পাশাপাশি বসিরহাটেও পালিত হল দিনটি

+
title=

উত্তর ২৪ পরগনা: মোহনবাগান দিবসে সবুজ মেরুন রঙে সেজে উঠল বসিরহাট। কলকাতা ময়দানের মোহনবাগান তাঁবুতে ধুমধাম করে দিনটি উদযাপন করা হয়। পাশাপাশি বসিরহাট টাউন হলেও দিনটি পালিত হয়েছে। সেখানে গোটা চত্বর সবুজ মেরুন রঙে সাজিয়ে তোলা হয়।
১৯১১ সালের আজকের দিনে অর্থাৎ ২৯ জুলাই ইংরেজ ফুটবল ক্লাব ইস্ট ইয়র্কশায়ার-কে ২-১ ব্যবধানে হারিয়ে আইএফএ শিল্ড জেতে মোহনবাগান। সেদিন ইংরেজ ক্লাবের ফুটবলাররা বুট পরে থাকলেও ১১ জন ভারতীয় খেলোয়াড় খালি পায়ে খেলেছিলেন। সেই জয় ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা হয়ে দেখা দেয়। সেই দিনটিকেই পরবর্তীকালে মোহনবাগান দিবস হিসেবে ঘোষণা করা হয়।
advertisement
advertisement
প্রতিবছর এই দিনটি মোহনবাগান দিবস হিসেবে ক্লাব কর্তাদের পাশাপাশি সাধারণ সমর্থকরা ব্যাপক উৎসাহের সঙ্গে পালন করেন। কলকাতা ময়দানের পাশাপাশি জেলায় জেলায় এই দিন আনন্দ উৎসবে মেতে ওঠেন সবুজ মেরুন সমর্থকরা। উত্তর ২৪ পরগনার বসিরহাটেও সেই ছবি দেখা গেল। যথাযোগ্য শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে দিনটি পালন করলেন মোহনবাগান সমর্থকরা।
advertisement
জুলফিকার মোল্লা
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Mohun Bagan Day: বসিরহাটেও মোহনবাগান দিবস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement