North 24 Parganas News- ইউক্রেন থেকে হাবড়ার বাড়িতে ফিরল নিশা, মেয়েকে কাছে পেয়ে স্বস্তি পরিবারে

Last Updated:

যুদ্ধক্ষেত্রে আটকে পড়েছিল মেয়ে, মিলছিল না খবর। অবশেষে হাবড়ার বাড়িতে ফিরল নিশা

+
হাবরার

হাবরার বাড়িতে ফিরল নিশা, মেয়েকে কাছে পেয়ে স্বস্তি পরিবারে

#উত্তর ২৪ পরগনা: বাইরে চলছে গোলাগুলি। ইউক্রেনে ভয়ঙ্কর যুদ্ধে প্রাণ বাঁচাতে আশ্রয় নিতে হয়েছে বাঙ্কারে। সবাই বাঙ্কারে আশ্রয় নিতে ঠিকমতো বসার জায়গা টুকুও ছিল না। ফোনকে অকেজো করে লুকিয়ে থাকতে হয়েছে। খাবার-দাবার শেষের পথে। কিছু সময় বিরতি মিলতেই খাবারের সন্ধানে গিয়েও মেলেনি কিছুই। বাড়ি ফেরার তাগিদে একসময় বাঙ্কার ছেড়ে মাইলের পর মাইল হেঁটে প্রাণভয়কে সঙ্গী করে যেতে হয়েছে স্টেশনে। স্টেশনে একদিন থাকার পর দেশে ফেরার ব্যবস্থা পাকা হয়। ইউক্রেনে থাকার একরাশ আতঙ্কের সেই বীভৎস অভিজ্ঞতাই জানালেন হাবড়ার মেয়ে নিশা বিশ্বাস। নিশা বাড়ি ফিরতেই খুশির আমেজ হাবড়া থানার কুমড়ো গ্রাম পঞ্চায়েতের কাশিপুর দক্ষিণ পাড়ার বিশ্বাস পরিবারে।
২০২১ সালের ডিসেম্বর মাসে ডাক্তারি পড়তে নিশা বিশ্বাস যান ইউক্রেনে। ইতিমধ্যেই রাশিয়ার আক্রমণে লন্ডভন্ড হয়ে যায় ইউক্রেন। যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে মেয়ে আটকে যেতেই দুশ্চিন্তায় ঘুম উড়ে যায় নিশার পরিবারে। অবশেষে সব বাধা কাটিয়ে নিশা বাড়ি ফিরতেই আনন্দের উচ্ছ্বাস পরিবার জুড়ে। প্রতিবেশীরাও ইউক্রেন ফেরত নিশাকে দেখতে ভিড় জমাচ্ছেন তাদের বাড়িতে। মেয়েকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে এখন উৎসবের মেজাজ বিশ্বাস পরিবারে। এদিন বাড়িতে বসেই যুদ্ধের বীভৎস দৃশ্য কথা তুলে ধরেছিলেন নিশা। দীর্ঘ পথ হাঁটতে হয়েছে হিমাঙ্কের নীচে নেমে যাওয়া ঠান্ডার মধ্যে। জীবন বাঁচাতে কখনো বাংকারে তো কখনো নিরাপদ আশ্রয়ে লুকিয়ে থাকতে হয়েছে তাকে। মেলেনি খাবার এমনকি জলও ছিল না গলা ভেজানোর জন্য। এখন সেই দুঃসময়ের কথা ভুলে এগিয়ে যেতে চাইছেন এই ডাক্তারি পড়ুয়া ছাত্রী।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- ইউক্রেন থেকে হাবড়ার বাড়িতে ফিরল নিশা, মেয়েকে কাছে পেয়ে স্বস্তি পরিবারে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement