North 24 Parganas News: তিনজন শিক্ষক দিয়েই চলছে পড়াশোনা, বেহাল দশা শহীদ তিতুমীরের স্মৃতি বিজড়িত স্কুলে
- Reported by:JULFIKAR MOLLA
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
North 24 Parganas News: স্বাধীনতার ৭৫ তম বর্ষ পেরিয়ে ৭৬তম বর্ষে পদার্পণ করতে চলেছে তবুও বেহাল অবস্থায় অনাদরে অবহেলায় পড়ে আছে স্বাধীনতা সংগ্রামী তিতুমীর স্মৃতি বিজড়িত নারকেলবেড়িয়া গ্রামের বাঁশের কেল্লার পাশেই অবস্থিত শহীদ তিতুমীর স্মৃতি মাধ্যমিক শিক্ষা নিকেতন।
বসিরহাট: স্বাধীনতার ৭৫ তম বর্ষ পেরিয়ে ৭৬তম বর্ষে পদার্পণ করতে চলেছে তবুও বেহাল অবস্থায় অনাদরে অবহেলায় পড়ে আছে স্বাধীনতা সংগ্রামী তিতুমীর স্মৃতি বিজড়িত নারকেলবেড়িয়া গ্রামের বাঁশের কেল্লার পাশেই অবস্থিত শহীদ তিতুমীর স্মৃতি মাধ্যমিক শিক্ষা নিকেতন। স্কুলের একাধিক ঘরের প্যালেস্তার নেই আবার কোনও কোনও ঘরে প্যালেস্তার থাকলেও তা খসে পড়ছে। স্কুলের বিভিন্ন দেওয়ালে গজিয়েছে ফার্ন জাতীয় গাছ।
বর্তমানে ওই স্কুলে কোনও গ্রুপ ডি কর্মী নেই। শিক্ষকদের সংখ্যাটাও অনেক কম। মাত্র তিনজন শিক্ষক দিয়েই চলছে এই স্কুল। ২০০৪ সালে এলাকার আদিবাসী ও পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েদের শিক্ষার অগ্রগতির জন্য এই স্কুল প্রতিষ্ঠিত করা হয়। কিন্তু স্কুল প্রতিষ্ঠার ১৯ বছরেও স্কুলের আর তেমন কোন সংস্কার চোখে পড়েনি। বসিরহাটের বাদুড়িয়া ব্লকের একটি ছোট্ট গ্রাম নারকেলবেড়িয়া। আর এই নারকেলবেড়িয়া গ্রামের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের স্মৃতিচারণ। এই গ্রাম জুড়ে জড়িয়ে আছে ভারতের বীর স্বাধীনতা সংগ্রামী তিতুমীরের স্বাধীনতা সংগ্রামের বীরত্বের কাহিনী। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে নারকেলবেড়িয়া গ্রামেই শহীদ হন তিতুমীর। আর তাঁর স্মৃতি বিজড়িত এই স্কুলের বেহাল অবস্থা ।
advertisement
advertisement
স্কুলের দেওয়ালে প্যালেস্তার খসে পড়ার পাশাপাশি গজিয়েছে উঠেছে গাছপালা। স্কুলের চারিদিকে নেই কোনও বাউন্ডারির ব্যবস্থাও। স্কুলের শিক্ষকরাই স্কুল খোলেন, ঘণ্টা বাজান আবার স্কুল বন্ধও করেন। ইতিহাস বিজড়িত স্বাধীনতা সংগ্রামী তিতুমীরের স্মৃতি বিজড়িত স্কুলের বেহাল দশার মতই গ্রামের রাস্তারও বেহাল ছবি ধরা পড়ল। এবড়ো খেবড়ো কাদা রাস্তায় হাটার বিকল্প না থাকায় স্কুলে যেতেও অনীহা পড়ুয়াদের। সব মিলিয়ে স্বাধীনতা সংগ্রামী তিতুমীরের বাঁশের কেল্লার পার্শ্বস্থ স্কুলের হাল ফিরবে কবে পথ চেয়ে ছাত্র-ছাত্রী সহ এলাকাবাসী।
advertisement
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 10, 2023 6:09 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: তিনজন শিক্ষক দিয়েই চলছে পড়াশোনা, বেহাল দশা শহীদ তিতুমীরের স্মৃতি বিজড়িত স্কুলে







