North 24 Parganas: জেলায় সাড়ম্বরে পালিত হল জগন্নাথের স্নানযাত্রা, ভক্তরা শামিল উৎসবে

Last Updated:

উড়িষ্যার পুরীর মন্দিরের পাশাপাশি দেশের সর্বত্র চলছে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। আর জগন্নাথের সেই স্নানযাত্রা উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে দিনটি নিষ্ঠার সাথে পালন করা হচ্ছে।

চলছে স্নানযাত্রা উৎসব
চলছে স্নানযাত্রা উৎসব
উত্তর ২৪ পরগনা: উড়িষ্যার পুরীর মন্দিরের পাশাপাশি দেশের সর্বত্র চলছে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। আর জগন্নাথের সেই স্নানযাত্রা উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে দিনটি নিষ্ঠার সাথে পালন করা হচ্ছে। মঙ্গলবার বারাসাতের সরোজ পার্কে ইসকন মন্দিরের তত্ত্বাবধানে জগন্নাথ দেবের স্নানযাত্রার আয়োজন করে মায়াপুরের ইসকনেরবারাসত শাখা। করোনার কারণে বিগত দুই বছর এই স্নান যাত্রা অনুষ্ঠান বন্ধ ছিল। এবছর পুনরায় বিগত বছরগুলোর মতোই, স্নানযাত্রাকে কেন্দ্র করে প্রচুর ভক্তদের সমাগম ঘটে বারাসাতের এই মন্দিরে। ২০১১ সাল থেকে বারাসতের মন্দিরে এই স্নান যাত্রা উৎসব চলে আসছে ইসকন এর তত্ত্বাবধানে।
এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ বৈদিক মন্ত্র উচ্চারণ এর মধ্যে দিয়ে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয়। স্নানের উপকরণ হিসেবে ব্যবহার করা হয় ঘি, দুধ, দই, গঙ্গাজল, মধু, তুলশী সহ নানান সুগন্ধি। স্নানের পর পঞ্চব্যঞ্জন করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা কে।
আরও পড়ুনঃ নৃশংস! বিষ খাইয়ে মারার অভিযোগ ১৪ টি সারমেয়কে!
মন্দিরের সেবায়েত জানান, এই স্নানযাত্রার পরই জ্বরে পড়বেন জগবন্ধু। তারপর যাবেন মাসির বাড়ি। এদিন বহু ভক্ত এই স্নানযাত্রা দেখতে ভিড় জমিয়েছিলেন বারাসতের ইসকন মন্দিরে। অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ।
advertisement
advertisement
এদিন, বারাসত ন পাড়া জহরজ্যোতি ক্লাব প্রাঙ্গণেও পালিত হয় জগন্নাথের স্নানযাত্রা উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দ বর্ধন দাস ব্রম্মচারী (শ্রীধাম মায়াপুর), ভক্ত জনপ্রিয় দাস অধিকারী, (শ্রীধাম মায়াপুর)। স্নানযাত্রা অনুষ্ঠান কে ঘিরে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: জেলায় সাড়ম্বরে পালিত হল জগন্নাথের স্নানযাত্রা, ভক্তরা শামিল উৎসবে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement