Lakshmi Puja 2024: বাংলায় নানা রূপে পূজিতা হন মা লক্ষ্মী, চিত্রপট, সপ্ততরী, প্রতিমা সবই মায়ের রূপের আধার

Last Updated:

Lakshmi Puja 2024: বঙ্গে এভাবেই নানা রূপে পূজিত হন কোজাগরী লক্ষ্মী! আরও জানুন

+
লক্ষী

লক্ষী পুজো

উত্তর ২৪ পরগণা: বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পরে আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষ পূর্ণিমা তিথিতেই হয়ে থাকে কোজাগরী লক্ষ্মীর আরাধনা। তবে বাঙালিদের ঘরে ঘরে লক্ষ্মী দেবীর আরাধনা হয় কিন্তু নানা রূপে। লক্ষ্মী হলেন মূলত ধনসম্পত্তির দেবী। তাই সকলেই ধন-সম্পত্তি লাভের আশা নিয়ে এই কোজাগরী লক্ষ্মীর আরাধনা করে থাকেন।
বাজার গুলিতে লক্ষ্মীর মূর্তির পাশাপাশি এই সময় চাহিদা বাড়ে মাটির সরায় চিত্রপটে ফুটে ওঠা লক্ষ্মী থেকে শুরু করে কলা বউ এমনকি কলার বের ও সপ্ততরীর। অনেকেই আবার ঝুড়ির মধ্যে ধান ভরে তাতে নতুন কাপড় জড়িয়ে তৈরি করেন আড়ি লক্ষ্মী। আখের গায়ে নতুন শাড়ি জড়িয়েও তৈরি হয় লক্ষ্মী প্রতিমার রূপ।
advertisement
advertisement
নানা রূপে হলেও এভাবেই গ্রাম বাংলা সহ শহরাঞ্চলেও পূজিত হন ধনদেবী। লক্ষ্মী পুজোর আগেই তাই বাজার গুলিতে ভিড় জমে পুজোর কেনাকাটির। প্রতিমা থেকে সরা বা কলার বের হরেক দামেই মেলে লক্ষ্মী আরাধায়।
দেবীকে সন্তুষ্ট করতে ভোগ প্রসাদে দেওয়া হয় খিচুড়ি, লুচি, পায়েস থেকে শুরু করে, নাড়ু, মুড়কি, মটকা সহ নানা সুস্বাদু খাবার। আচার বিশেষে বদলায় পুজোর ধরণাও। অনেক বাড়িতেই লক্ষ্মী পুজোয় জোড়া ইলিশও আনা হয়ে থাকে। এভাবেই নানা রূপে বঙ্গে হয়ে থাকে ধনলক্ষ্মী কোজাগরীর আরাধনা।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Lakshmi Puja 2024: বাংলায় নানা রূপে পূজিতা হন মা লক্ষ্মী, চিত্রপট, সপ্ততরী, প্রতিমা সবই মায়ের রূপের আধার
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement