Maa Tara Puja: তারা মায়ের মাহাত্ম্য অপরিসীম, সিদ্ধপীঠে আজ মা তারার আবির্ভাব দিবস, পুজোর রীতিও আজ তাই আলাদা
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Maa Tara Puja: এইদিন হচ্ছে মা তারার বিশেষ পুজো,জানুন বিস্তারিত।
advertisement
advertisement
এই দিনটি তারা মায়ের আর্বিভাব তিথি হিসাবে পালিত হয়ে আসছে।তাই, এইদিন খুব সকালে শুক্লা চর্তুদশী তিথিতে সূর্যোদয়ের পর তারা মা'কে গর্ভগৃহ থেকে বের করে বিশ্রাম মন্দিরে নিয়ে আসা হয়।জীবিতকুণ্ড থেকে জল এনে মাকে স্নান করানোর পর রাজবেশে সাজানো হয়েছে।এইদিন দেবী তারাকে তাঁর ছোট বোন মলুটির মা মৌলিক্ষার মন্দিরের দিকে মুখ করে বসানো হয়েছে। Photo- File
advertisement
এই তিথিতে বিরাম মঞ্চে মাকে পশ্চিমমুখী বসিয়ে পুজো হয়ে আসছে।এইদিন সকালে মায়ের বিশেষ পুজা ও মঙ্গলারতির পর সর্বসাধারণের জন্য বিশ্রামাগার খুলে দেওয়া হয়।সকলে মা'কে স্পর্শ করে পুজো দিতে পারেন।এদিন মায়ের কোনও অন্নভোগ হয় না।তাই সেবাইতরাও উপবাস করে থাকেন।দুপুরে লুচি, সুজি ও মিষ্টি সহকারে ভোগ নিবেদন করা হবে। Photo- File
advertisement
এবার, এইদিন রাত ৭ টা বেজে ৪৬ মিনিটে পঞ্চমী তিথি শুরু হচ্ছে। তাই সেই তিথি শুরুর আগে সন্ধ্যায় দেবীকে গর্ভগৃহে ফিরিয়ে এনে স্নান করিয়ে রাজবেশে সাজিয়ে দেবী তারাকে লক্ষ্মীরূপে পুজো ও আরতি নিবেদন করা হবে।রাতে খিচুড়ি, পোলাও, পাঁচরকম ভাজা, মাছ, মাংস দিয়ে ভোগ নিবেদন করা হবে।সেই প্রসাদ খেয়ে উপবাস ভাঙবেন সেবাইতরা। Photo- File Input- Souvik Roy







