Kali Puja 2023: কালীপুজোয় বিরাট চমক! 'হ্যারি পটার'-এর জাদুনগরী এবার বারাসাতে
- Reported by:RUDRA NARAYAN ROY
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Kali Puja 2023: বারাসাতের কালীপুজোয় এবার দেখা মিলবে হ্যারি পটারের জাদু নগরীর গোটা সাম্রাজ্যের!
উত্তর ২৪ পরগনা: বারাসাতের কালীপুজোয় এবার দেখা মিলবে হ্যারি পটারের জাদু নগরীর গোটা সাম্রাজ্যের! অবাক লাগলেও এমনটাই এবার বাস্তবে রূপ পেতে চলেছে ৫১ বছরের বারাসাত পাইওনিয়ার ক্লাবের শ্যামা পুজোয়। তাই বর্তমানে চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি, আর কয়েকদিন পরই উদ্বোধন হয়ে যাবে এই পুজোমন্ডপের বলে উদ্যোক্তরা জানান। বারাসাতের কালী পুজো রাজ্যের মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছে ইতিমধ্যেই তাই মানুষকে আনন্দ দিতে ক্লাব কর্তৃপক্ষ পুজোর থিমে এবার হ্যারি পটারের জাদু নগরী ফুটিয়ে তুলছেন।
ব্রিটিশ লেখিকা জে. কে. রাউলিং রচিত সাত খন্ডের কাল্পনিক উপন্যাসের জনপ্রিয় সিরিজ হল হ্যারি পটার। যার মূল বিষয়বস্তু জাদুর দুনিয়া নিয়ে, আর গোটা কাহিনী হ্যারি পটার নামের এক কিশোর জাদুকরকে ঘিরেই । যেখানে হ্যারি তার দুই প্রিয় বন্ধু রন উইজলি ও হারমায়নি গ্রেঞ্জারকে সঙ্গে নিয়ে নানা অ্যাডভেঞ্চারে অংশ নেয়। আর সেই গল্পের বেশিরভাগ ঘটনাই ঘটেছে হগওয়ার্টস স্কুল অব উইচক্র্যাফট এন্ড উইজার্ডরিতে।আর এবার সেই জাদুনগরীর স্কুলই মণ্ডপের রূপ পাবে পাইওনিয়ার ক্লাবের কালী পুজোয়। মন্ডপ থেকে প্রতিমা সবেতেই এবার অভিনবত্বেভরা থাকবে বলেই জানালেন পুজোউদ্যোক্তারা।
advertisement
advertisement
৫৫ ফুট উচ্চতা বিশিষ্ট ও ৯০ ফুট চওড়া হচ্ছে এই মন্ডপ। কৃষ্ণনগর থেকে নিয়ে আসা হবে প্রতিমা তাতেও থাকছে বিশেষত্ব। প্রতিমা শিল্পী কানাই লাল পাল এর হাতে সেজে উঠছেন দেবী। মা কালীর বিভিন্ন রূপ মন্ডপে একত্রিত ভাবে দেখা যাবে, যা আকৃষ্ট করবে দর্শনার্থীদের। পাশাপাশি মন্ডপে হ্যারি পটার জাদু নগরীর বিভিন্ন চরিত্রকে মেকানিক্যাল এফেক্ট দিয়ে ফুটিয়ে তোলা হবে। থ্রিডির মাধ্যমে গোটা প্যান্ডেল ফুটে উঠবে জাদু নগরীর রূপে। দেখে মনে হবে যেন আপনি পৌঁছে গিয়েছেন কল্পনার জগতে। আর এই অভিনব মণ্ডপসজ্জা যা আনন্দিত করবে বাচ্চা শিশু থেকে বয়স্ক সকল মানুষকেই বলে আশাবাদী উদ্যোক্তারা। ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থাও রাখা হবে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।
advertisement
আরও বেশ কিছু বিশেষ আকর্ষণ থাকবে এই পুজোয়, থাকবে আলোর খেলা। এই পুজোর বাজেট রাখা হয়েছে প্রায় ৩৫ লক্ষ্য টাকা বলে পুজো কমিটির তরফে জানা গিয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এ বছরের বারাসাতের কালী পুজোয় পাইওনিয়র ক্লাবের ভাবনার কথা আত্মপ্রকাশ পেতেই রীতিমতো তা ভাইরাল হয়ে গিয়েছে। তাই এ বছর হ্যারি পটারের হাত ধরে বাড়তি ভিড় সামাল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন পুজো উদ্যোক্তারা। আগামী ৯ নভেম্বর পাওনিয়র ক্লাবের হ্যারি পটারের জাদুনগরি থিমে এই মন্ডপের উদ্বোধন হবে।
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Nov 02, 2023 8:52 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Kali Puja 2023: কালীপুজোয় বিরাট চমক! 'হ্যারি পটার'-এর জাদুনগরী এবার বারাসাতে









