North 24 Parganas News- চাইনা যুদ্ধ, শান্ত হোক পৃথিবী, এই বার্তা দিতেই মধ্যমগ্রামে বিশ্বশান্তি যজ্ঞ
- Published by:Samarpita Banerjee
Last Updated:
শান্ত হোক পৃথিবী, এই বার্তা তুলে ধরা হল মধ্যমগ্রামের বিশ্বশান্তি যজ্ঞের মাধ্যমে
#উত্তর ২৪ পরগনা: বিশ্বে শান্তির বার্তা দিতে শিবরাত্রির দিন যজ্ঞের আয়োজন। রাশিয়ার আগ্রাসন থামুক, যুদ্ধ বন্ধ হোক ইউক্রেনে। এই প্রার্থনায় মধ্যমগ্রাম বাদু কাঞ্চনতলা কল্যাণ মন্দিরে মহা মৃত্যুঞ্জয়ী যজ্ঞের আয়জন করা হল শিবরাত্রির দিনে। পুজো ও যজ্ঞের যাবতীয় আয়োজনের তোড়জোড় চলছিল সকাল থেকেই।এদিন শিব রাত্রির মাহাত্ম্য কী, তার ব্যখা দিলেন কল্যাণ মন্দিরের সেবায়েত তথা মাতৃসাধক শঙ্খ চ্যাটার্জী। পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৈরি হওয়া অস্থির পরিবেশ নিয়ে গোটা বিশ্বের মানুষ উদ্বেগের মধ্যে রয়েছেন।
এ প্রসঙ্গ তুলে মাতৃসাধক শঙ্খ চ্যাটার্জি আশা প্রকাশ করে বলেন, এই উতপ্ত পরিস্থিতির নিষ্পত্তি হবে। শিবরাত্রি উপলক্ষে প্রতি বছরই এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। সকাল থেকেই চলে কর্মযজ্ঞের ব্যস্ততা। সন্ধ্যা থেকে শুরু হয় পুজো। পুজো শেষে যজ্ঞ, সব ঠিকঠাক থাকলেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের খবরে ব্যথিত রয়েছেন এই মন্দিরের সেবাইত। বহু ভারতীয় ছাত্র ছাত্রী আটকে রয়েছে সেখানে। দ্রুত এই পরিস্থিতি থেকে স্বাভাবিক পরিস্থিতি ফিরুক এই প্রার্থনায় মহাদেবের কাছে মহা মৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করে, শিবরাত্রির দিনে শান্তির বার্তা দিলেন শঙ্খ চ্যাটার্জি। সকলের মঙ্গল কামনায় তিনি দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা জানালেন। ইতিমধ্যেই যুদ্ধক্ষেত্রে আটকে পড়েছেন বহু ভারতীয় ছাত্র ছাত্রী। তারাও যাতে সুষ্ঠুভাবে দেশে ফিরতে পারে সেই কামনা এই যজ্ঞের মাধ্যমে করা হয়। ইতিমধ্যেই এক ভারতীয় ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যাতে আর কোনো প্রাণহানি না হয় সে জন্য প্রার্থনা করা হয়।
view commentsLocation :
First Published :
March 02, 2022 3:41 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- চাইনা যুদ্ধ, শান্ত হোক পৃথিবী, এই বার্তা দিতেই মধ্যমগ্রামে বিশ্বশান্তি যজ্ঞ