North 24 Parganas: জেলার পাশাপাশি 'রঙিন' অশোকনগর!

Last Updated:

জেলার পাশাপাশি 'রঙিন' অশোকনগর! নানা রঙের আবিরে দোল উৎসব পালন যুবক-যুবতীদের

+
title=

রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: দোল পূর্ণিমাই বাংলার বসন্ত উৎসব। প্রতিবছর রঙিন এই উৎসবের অপেক্ষায় থাকে আপামর বাঙালি। শীত শেষে বসন্তকে স্বাগত জানাতে প্রকৃতিও যেন এক বর্ণিল সাজে সেজে ওঠে। নানা রঙের আবিরের ছোঁয়ায় দোল উৎসবে মনেও লাগে বসন্তের ছোঁয়া। করণা মহামারীর কারণে দু'বছর ম্লান হয়ে গিয়েছিল এই রঙের উৎসব। তবে এ বছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই দোল উৎসবে মেতেছে বাঙালিরা। কোথাও কোথাও তো দোলের আগে পালিত হলো বসন্ত উৎসব। কচিকাঁচা থেকে যুবক-যুবতী, এমনকি পৌঢ়রাও মেতে উঠলেন রঙের খেলায়। এই রঙের খেলায় নিজের ও অপরজনের মনকে রাঙিয়ে দিতে দোল উৎসব হলো বাঙালির সবচেয়ে আকর্ষণীয় পার্বণ। উত্তর 24 পরগনা জেলায় সাড়ম্বরে পালিত হল দোল উৎসব। পাশাপাশি এদিন আবীর খেলায় মেতে উঠলেন সকলে। অশোকনগর অনলাইন সংস্থার তরফ থেকে অশোকনগর সংহতি পার্ক এলাকায় দোল উৎসব পালনের মধ্য দিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন প্রায় হাজারখানেক মানুষ। একে অপরকে বিভিন্ন রঙের আবিরে রাঙিয়ে দিতে দেখা যায় তাদের। আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়, জায়গার সংকুলান এর কারণে এর পরের বছর থেকে স্থান পরিবর্তন করে আরো বৃহৎ আকারে এই দোল উৎসব আয়োজন করবেন তা উদ্যোক্তারা। সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের তালে নাচতে দেখা যায় মহিলা ও পুরুষদের। অশোকনগরের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছেলে ও মেয়েরা একত্রিত হয়ে উপভোগ করেন এই দোল উৎসব। তামান্না দাস জানান, বন্ধুদের নিয়ে এসে এক জায়গায় এভাবে রং খেলতে পেরে খুবই আনন্দ লাগছে। গত কয়েক বছর সেভাবে রঙ খেলা সম্ভব হয়নি। করণা পরিস্থিতি কেটে যাওয়ায় এ বছর খুব মজা করে রং খেলা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: জেলার পাশাপাশি 'রঙিন' অশোকনগর!
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement