North 24 Parganas News: ভারী পণ্যবাহী গাড়ির যাতায়াতে বেলঘরিয়ায় বাড়ছে দুর্ঘটনা, ক্ষুব্ধ বাসিন্দারা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
North 24 Parganas News: ভারী পণ্যবাহী লরির যাতায়াতে বেলঘরিয়ার রাস্তায় ঘটছে দুর্ঘটনা, ব্যবস্থা নিক প্রশাসন চান স্থানীয়রা
রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: রাস্তা থাকলেও তা চলাচলের উপযুক্ত নয়, বড় বড় পণ্যবাহী লরি যাতায়াতের ফলে প্রাণের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত যেতে হয় এই রাস্তা দিয়ে। ফলে প্রতিদিন পথচারীদের সম্মুখীন হতে হচ্ছে ছোট বড় দুর্ঘটনার। এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে বেলঘড়িয়া ফিডার রোড ও সংলগ্ন বেলঘরিয়া ব্রিজ এলাকায়। ভগ্নপ্রায় অবস্থা হওয়া সত্বেও, দীর্ঘদিনের এই ব্রিজের উপর দিয়ে প্রতিনিয়ত চলাচল করে পণ্যবাহী ভারী লরি।
গুরুত্বপূর্ণ এই রাস্তার একদিকে বিদ্যালয়, আর এক দিকে হাসপাতাল। এমনকি রাস্তার দু’ধারের ফুটপাত দখল করে দোকান ও জিনিসপত্র রাখার কারণে রাস্তার ধার দিয়ে হেঁটে চলাচল করার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয় পথচারীদের। স্কুল চলাকালীন ব্যস্ত সময়ে ভারী লরি যাতায়াতের কারণে এর আগেও দুর্ঘটনায় ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে এই এলাকায়। দীর্ঘ দিন ধরে স্থানীয় মানুষজন অভিযোগ জানালেও প্রশাসন কর্ণপাত করেনি বলেই দাবি। আর তার জেরেই এদিন আবারও বেলঘরিয়া ফিডার রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল, যার জেরে মৃত্যু হল বছর ৪০ এর এক মহিলার।
advertisement
আরও পড়ুন : ডায়াবেটিস আছে? কোলেস্টেরল কমিয়ে হার্ট ভাল রাখতে রান্না করুন এই তেলে
রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পিছন থেকে একটি লরি এসে তাঁকে ধাক্কা দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তিনি ভারসাম্য হারিয়ে পড়ে গেলে তাঁর ডান পায়ের উপর দিয়ে চলে যায় ভারী লরিটি। মহিলাটির চিৎকারে আশপাশের দোকানদাররা ছুটে এসে তাঁকে উদ্ধার করে বেলঘরিয়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় ওই মহিলাকে। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। লরিটিকেও আটক করেন স্থানীয়রা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বেলঘরিয়া থানার পুলিশ এলেও, স্থানীয়দের ক্ষোভ যে অবিলম্বে এই পণ্যবাহী লরির বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন। না হলে আগামী দিনে আরও বড় কোন দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে গুরুত্বপূর্ণ এই রাস্তায়।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2023 6:34 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ভারী পণ্যবাহী গাড়ির যাতায়াতে বেলঘরিয়ায় বাড়ছে দুর্ঘটনা, ক্ষুব্ধ বাসিন্দারা