Ancient Banyan Tree: শাখাপ্রশাখায় ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হাসনাবাদের এই প্রাচীন বটবৃক্ষ
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Ancient Banyan Tree: রামেশ্বরপুরে গ্রামে ঢুকলেই চোখে পড়বে বিশাল এই গোরা তলার বটগাছ। আকাশের বুক চিরে আজও দাঁড়িয়ে আছে পাঁচ শতাধিক বছরের পুরনো বট বৃক্ষ।
জুলফিকার মোল্যা, বসিরহাট: হাসনাবাদের প্রাচীন গোরা তলার বট গাছের ইতিহাস জানলে চমকে যাবেন। ঝড়-বৃষ্টির উপেক্ষা করে যে একেবারে অতন্দ্রী পাহারা দিয়ে নিচের আশ্রয়হীনকে রক্ষা তা বটবৃক্ষ। আর এই বট বৃক্ষকে কেন্দ্র করে ছড়িয়ে আছে নানা ইতিহাস। হাসনাবাদের রামেশ্বরপুরে গ্রামে ঢুকলেই আপনার চোখে পড়বে বিশাল এই গোরা তলার বটগাছ। আকাশের বুক চিরে আজও দাঁড়িয়ে আছে প্রাচীন বট বৃক্ষ। আমরা সবাই জানি বটবৃক্ষের মৃত্যু হয় না। যত পুরানো হয়, বটগাছ থেকে ঝুড়ি নেমে সেই গাছের আকার আরও বিস্তার লাভ করে। কিন্তু একের পর এক প্রাকৃতিক দুর্যোগে প্রাচীন বট গাছের কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছে। প্রাচীন এই বটবৃক্ষের নিদর্শন পাওয়া যায় প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের রামেশ্বরপুরের গোরাতলায়।
স্থানীয় সূত্রে মানুষের মুখে জানা যায়, প্রায় ছিয়াশি শতক জমির উপরে আজও দাঁড়িয়ে আছে এই বটবৃক্ষ। শীতের সময় বহু মানুষ এখানে একসময় পিকনিকের জন্য আসতেন। আজও বহু মানুষ এই রামেশ্বরপুরের বটতলায় ঘুরতে আসেন। এই বটগাছের নীচেই রয়েছে পীরের মাজার।
advertisement
এলাকার যত বয়স্ক মানুষের কাছেই জানতে চাওয়া যায় এই বট গাছের গল্প বা এই বটগাছের গোড়ার কথা, সেই খবর কেউই দিতে পারেন না। তাঁরা জানান তাঁদের পূর্বপুরুষরাও গল্প করে গেছেন এবং এই গাছের মূল কাণ্ডটি কোন জায়গায় অবস্থিত, বলতে পারতেন না।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2023 11:57 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Ancient Banyan Tree: শাখাপ্রশাখায় ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হাসনাবাদের এই প্রাচীন বটবৃক্ষ