North 24 Parganas News- বনগাঁয় তিন লক্ষ টাকার দুঃসাহসিক চুরি
- Published by:Samarpita Banerjee
Last Updated:
আতঙ্ক ছড়িয়েছে এলাকায়, বনগাঁয় তিন লক্ষ টাকার দুঃসাহসিক চুরি
#উত্তর ২৪ পরগনা: ফাঁকা বাড়ি। সুযোগ বুঝে চোর ঢুকে নিয়ে গেল গৃহস্থের সর্বস্ব। অনুমান, পেছনের জানালা দিয়ে ঢুকেছিল চোরেরা। নগদ টাকা ও মূল্যবান সামগ্রী চুরি যাওয়ার ঘটনায় আতঙ্কে প্রতিবেশীরা। দুঃসাহসিক এই চুরির ঘটনাটি ঘটেছে বনগাঁ প্রতাপগর সংলগ্ন এলাকায় । স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বনগাঁ থানার প্রতাপগড় এলাকার এক গৃহবধূ বাড়িতে এসে দেখেন পেছনের জানালা ভেঙে ঘরে ঢুকেছে চোর। আনুমানিক সাড়ে তিন লাখ টাকার সোনা দানা মাল পত্র চুরি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির সদস্যরা। স্থানীয়দের দাবি, পরপর কয়েকটি বাড়িতেই চুরির চেষ্টা চালিয়েছিল দুষ্কৃতীরা। বেশ কয়েক দিন ধরে এলাকায় লাগাতার চুরির ঘটনা ঘটছে৷ যার ফলে এলাকাবাসীরাও আতঙ্কে রয়েছেন বলে জানান।
পার্শ্ববর্তী এক বাড়ির মালিক জানান, বেশ কয়েকদিন আগে তাদের বাড়িতেও ঘটেছে চুরির ঘটনা। তালা ভাঙার চেষ্টা করা হয়েছে। বাইরে থাকা বেশ কিছু সামগ্রীও চুরি গিয়েছে বলে জানান তিনি। প্রতিবেশী আর এক মহিলা জানান, তাদের বাড়ির জানালা থেকে মোবাইল সহ ঘড়ি ও দামি জিনিস চুরি গিয়েছে। এই পরিস্থিতিতে এলাকায় চোরের আতঙ্ক ছড়িয়েছে। তবে সেক্ষেত্রে প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সঠিক সুরাহা এখনো বের করতে পারেনি পুলিশ। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এই এলাকার বাসিন্দারা। বহু মানুষ ইতিমধ্যেই করোনার প্রভাবে কর্মহীন হয়েছেন। জেলা পুলিশ সূত্রে জানা যায়, পেট চালাতে অপরাধের কাজও বেছে নিয়েছেন অনেকেই, ফলে বেড়েছে চুরির মতন এহেন ঘটনা। কবে এই আতঙ্কের পরিস্থিতি কাটে, এখন সেদিকেই তাকিয়ে এলাকার বাসিন্দারা।
view commentsLocation :
First Published :
March 11, 2022 6:12 PM IST