North 24 Parganas News: পাচারের আগে সীমান্ত থেকে উদ্ধার প্রচুর গাঁজা ও রুপোর গহনা
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বাইকের সিটের তলায় প্রচুর রুপোর গহনা লুকিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল বলে অভিযোগ।
উত্তর ২৪ পরগনা: প্রচুর গাঁজা, রুপোর গহনা ও বাইক সহ বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার হল এক পাচারকারী। ধৃতের নাম ভেলো মণ্ডল। তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা। এছাড়াও উদ্ধার হওয়া রুপোর গহনার ওজন ১ কেজি ২০০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা। বিএসএফ ভেলো মণ্ডলকে গ্রেফতার করে। অনুমান, সে এইসব বাংলাদেশে পাচারের তালে ছিল।
উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বালতি নিত্যানন্দকাটি পঞ্চায়েতের সীমান্তবর্তী আমুদিয়া গ্রামে তল্লাশি চালাতে গিয়ে গাঁজার সন্ধান পায় বিএসএফ। পরে বিথারী হাকিমপুর পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টের কাছ থেকে ভেলো মণ্ডলকে আটক করে বিএসএফ। সে বাইকের সিটের তলায় প্রচুর রুপোর গহনা লুকিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল বলে অভিযোগ।
আরও পড়ুন: আলোর অভাবে গঙ্গাধরপুর সেতু যেন মৃত্যু ফাঁদ
advertisement
advertisement
পরপর সীমান্ত এলাকা থেকে গাঁজা ও রুপোর গহনা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বিএসএফের পক্ষ থেকে এলাকাবাসীদের আইনশৃঙ্খলা নিয়ে আশ্বস্ত করা হয়েছে।
জুলফিকার মোল্লা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Apr 27, 2023 6:11 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পাচারের আগে সীমান্ত থেকে উদ্ধার প্রচুর গাঁজা ও রুপোর গহনা










