Ganesh Chaturthi 2022|| এত বড় সত্যি! বিশালাকৃতি গণেশ দেখতে উপচে পড়া ভিড় অশোকনগর কল্যাণগড়ে

Last Updated:

Ganesh Chaturthi 2022: শিবাজী মহারাজের আদলে তৈরি করা হয়েছে সুউচ্চ প্রায় ১৫ ফুটের বেশি উঁচু গণেশ মূর্তি। বড় এই গণেশ মূর্তি দেখার জন্য দূরদূরান্ত থেকে মানুষজন ভিড় জমাতে শুরু করেছেন কল্যাণগড় এলাকায়।

+
বড়

বড় গণেশ

#অশোকনগর: অশোকনগর কল্যাণগড় এলাকায় জগদ্ধাত্রী পুজো নামকরা হলেও, এ বছর সবচেয়ে বড় গণেশ পূজো করে তাক লাগিয়ে দিল কল্যাণগড় বাজার এভারগ্রিন। করোনা পরবর্তী পরিস্থিতিতে মহামারীর প্রকোপ কিছুটা হলেও কাটিয়ে উঠে একটু অন্যভাবে গণেশ বন্দনা করার চিন্তা ভাবনা শুরু করেছিল তারা। আর তাই সবচেয়ে বড় গণেশ করে অশোকনগরের মধ্যে সারা ফেলে দিয়েছে, কল্যাণগড় এভারগ্রিন।
শিবাজী মহারাজের আদলে তৈরি করা হয়েছে সুউচ্চ প্রায় ১৫ ফুটের বেশি উঁচু গণেশ মূর্তি। বড় এই গণেশ মূর্তি দেখার জন্য দূরদূরান্ত থেকে মানুষজন ভিড় জমাতে শুরু করেছেন কল্যাণগড় এলাকায়। সোশ্যাল মিডিয়া ও ব্যানার দিয়ে অশোকনগরের বিভিন্ন প্রান্তে প্রচার করা হয়েছিল বড় গণেশের। কল্যাণগড় এভারগ্রিনের এ বছর ষষ্ঠ বর্ষে। ঠাকুর দেখার জন্য প্রায় চার দিন প্রতিমা রাখবে এভারগ্রিনের সদস্যরা। তারপরই শোভাযাত্রা সহকারে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হবে।
advertisement
আরও পড়ুনঃ গণেশ মণ্ডপের পাশেই চলছিল আড্ডা, আচমকা বিকট শব্দ! মুহূর্তে তোলপাড় ডোমজুড়
গণেশ পুজোর দিন থেকেই নানা ভোগ লাড্ডু, মোদক-সহকারে জাঁকজমক করে পুজো চলছে কল্যাণগড়ে। বহু দর্শনার্থী এই বিশাল গণেশ দেখার পাশাপাশি সেলফিও তুলছেন। উদ্যোক্তাদের তরফে প্যান্ডেলে রাখা হয়েছে ডিজিটাল প্রণামী বাক্স, যা আলাদা করে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দর্শনার্থীদের। প্রণামী বাক্সের গায়ে লাগানো রয়েছে কিউআর কোড, সেই কিউআর কোড স্ক্যান করেই প্রণামীর বাক্সে টাকা দিতে পারছেন সাধারণ ভক্তরা। এলাকায় এত বড় গণেশের আগে কখনও দেখেননি বলেও জানান দর্শনার্থীরা। এই বড় গণেশ দর্শনে আগ্রহ বাড়ছে মানুষের।
advertisement
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Ganesh Chaturthi 2022|| এত বড় সত্যি! বিশালাকৃতি গণেশ দেখতে উপচে পড়া ভিড় অশোকনগর কল্যাণগড়ে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement