Fire Accident: দাউ দাউ করে জ্বলে গেল ফার্ম, আগুনে ঝলসে গেল ১৩০০ মুরগি!

Last Updated:

Fire Accident: ফার্মে থাকাকালীন জ্যান্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু হল ১৩০০ মুরগির বাচ্চার! আগুনের গ্রাসে পুড়ে ছাই হল গোটা পোল্ট্রি ফার্ম ।

আগুনের গ্রাসে পোল্ট্রি ফার্ম
আগুনের গ্রাসে পোল্ট্রি ফার্ম
উত্তর ২৪ পরগনা: ফার্মে থাকাকালীন জ্যান্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু হল ১৩০০ মুরগির বাচ্চার! আগুনের গ্রাসে পুড়ে ছাই হল গোটা পোল্ট্রি ফার্ম । বিপুল পরিমাণ ক্ষতির শিকার হলেন এক ব্যবসায়ী। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ভয়াবহ আগুন লাগে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের পারকৃষ্ণচন্দ্রপুর এলাকায়। চোখের নিমেষে আগুন ছড়িয়ে পড়ে একটি মুরগির ফার্ম এ। প্রায় ১৩০০ বাচ্চা মুরগি সেই সময় ওই ঘরে রাখা ছিল বলেই দাবি ব্যবসায়ীর।
আরও পড়ুনঃ প্যাসেঞ্জার ট্রেন বাতিল! দেরিতে ছুটবে দূরপাল্লার ট্রেন! কোন কোন রুটে দ্রুত জেনে নিন
পাশাপাশি সেই ঘরেই রাখা ছিল মোটরসাইকেল, ফ্রিজ। সেগুলিও পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। আর এই ঘটনার জেরেই মানসিকভাবে ভেঙে পড়েন বাগদা থানার পারকৃষ্ণচন্দ্রপুরের মুরগি ব্যবসায়ী রবীন্দ্রনাথ মণ্ডল। প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেই জানান ফার্ম মালিক। যদিও রাতে ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হলে, তাঁরা আসতে দেরি করায় গোটা ফার্মটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রাই কোনরকমে আগুন নেভান বলেও জানা গিয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও, শর্ট সার্কিটের কারণে পোল্ট্রি ফার্মে আগুন লেগেছে বলেই প্রাথমিক ধারণা।
advertisement
advertisement
গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এখন এলাকার আশপাশের অনেকেই আসছেন ভষ্মিভূত এই পোল্ট্রি ফার্ম দেখতে। তবে কিভাবে এই ক্ষতিপূরণ করবেন তা অবশ্য বুঝে উঠতে পারছেন না ফর্ম মালিক রবিন মন্ডল। স্থানীয় হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান স্বপন হাওলাদার ব্যবসায়ীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Fire Accident: দাউ দাউ করে জ্বলে গেল ফার্ম, আগুনে ঝলসে গেল ১৩০০ মুরগি!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement