বসিরহাটঃ রাস্তা খারাপের জেরে মাঠের ফসল তুলতে সমস্যায় পড়েছেন কৃষকরা। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার জেরে চরম সমস্যায় পড়তে হয় বসিরহাট মহকুমা স্বরুপনগরের বালকি এলাকার সাধারণ মানুষের। আর এই এলাকার বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। বেহাল রাস্তার জেরে মাঠের ফসল ঘরে নিয়ে যেতে সমস্যায় পড়েছেন সরুপনগরের এই রাস্তা দিয়ে প্রায় কয়েক হাজার লোক যাতায়াত করে প্রতিদিন। বেহাল রাস্তার জেরে চরম সমস্যা এলাকাবাসী থেকে ছাত্রছাত্রীরা। ভোট আসে, ভোট যায়, কিন্তু বেহাল রাস্তার আর হাল ফেরে না। দীর্ঘদিন রাস্তা যন্ত্রণায় ভুগছে এলাকার কয়েক হাজার মানুষ।
স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের বালকী এলাকায় দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তা বেহাল দশা চরম সমস্যায় পড়তে হয় এলাকাবাসী থেকে শুরু করে নিত্যযাত্রীদের তাদের দাবি দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল দশায় পরিণত হয়ে আছে যার জেরে এই এইসব এলাকা দিয়ে নিত্য যাত্রীরা যাওয়া-আসা করতে চরম সমস্যায় পরতে হয় অন্যদিকে কৃষি প্রধান এলাকা হওয়ায় কৃষকদের ফসল নিয়ে যেতে গেলে সমস্যায় পড়তে হয়। এবং রোগী নিয়ে যেতে গেলে বিপদের সম্মুখীন পড়তে হয় সাধারণ মানুষের দাবি যত দ্রুত এই রাস্তা মেরামতি করা হোক নইলে আগামী দিনে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকার ৩-৪ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা কয়েক বছর ধরেই। বর্ষাকাল আসলেই এই পথ চলাচলের অযোগ্য হয়ে পড়ে। গ্রীষ্ম ও শীতকালে রাস্তায় ধুলোয় ভর্তি হয়ে যায় এবং বর্ষাকালে রাস্তার কাদা পেরিয়ে বিদ্যালয়ে যেতে হয় এলাকার ছাত্রছাত্রীদের। এলাকার গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করে কয়েক হাজার মানুষ। রাস্তার মাঝে তৈরি হয়েছে ছোট বড়ো গর্ত যা দেখলে মনে হবে রাস্তার মাঝে ছোট বড়ো খানাখন্দে ভরপুর। আর বেহাল এই রাস্তা দিয়ে গাড়ি চলাচলের সময় মাঝে মাঝে ঘটে ছোট বড়ো দুর্ঘটনা। যা নিয় দীর্ঘদিন ধরে তীব্র বেহাল রাস্তার যন্ত্রণায় ভুগছেন এলাকার মানুষ। ইতিমধ্যে পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তার ফলক লাগানো হলেও আদতে সেই রাস্তার কাজ আজও শুরু হয়নি। বেহাল এই রাস্তার হাল ফিরবে কবে পথ চেয়ে এলাকাবাসী।
জুলফিকার মোল্যা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Basirhat, Sourth 24 parganas