North 24 Parganas News: এই বাড়িতেই একসময়ে রচনা হত সাড়া জাগানো উপন্যাস, অনাদরে নষ্ট হচ্ছে বিভূতিভূষণের বাড়ি

Last Updated:

‘আরন্যক’-এর স্রষ্টার স্মৃতি আজ পড়ে রয়েছে অনাদরে।

এই বাড়িতেই একসময়ে রচনা হত সাড়া জাগানো উপন্যাস, অনাদরে নষ্ট হচ্ছে বিভূতিভূষণের বাড়ি
এই বাড়িতেই একসময়ে রচনা হত সাড়া জাগানো উপন্যাস, অনাদরে নষ্ট হচ্ছে বিভূতিভূষণের বাড়ি
উত্তর ২৪ পরগনা: বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রের পাশাপাশি বাংলা সাহিত্যে কালজয়ী নাম বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভুতিভূষণের রচনায় উঠে এসেছে প্রকৃতি ও মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী সময়ে মূল সাহিত্যের ধারায় তিনি ছিলেন অন্যতম জনপ্রিয় লেখক। অথচ সেই ‘আরন্যক’-এর স্রষ্টার স্মৃতি আজ পড়ে রয়েছে অনাদরে।
১২ সেপ্টেম্বর ১৮৯৪ এ জন্মেছিলেন বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তবে, এই মহান সাহিত্যিকের জন্ম দিবসে আক্ষেপের সুর শোনা গেল এলাকার বেশ কিছু সাহিত্য অনুরাগীদের গলায়। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার গোপালনগর এলাকার ব‍্যারাকপুরে বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত ভিটের অনাদর দেখলে চোখে জল চলে আসবে যেকোনও সাহিত্যপ্রেমীর। নানা গাছগাছালীতে ঘেরা ‘স্মৃতির খেয়া’ নামে এই বাড়িতেই জীবনের বেশীরভাগ সময়টাই কাটিয়েছেন কথা সাহিত্যিক।
advertisement
advertisement
এই বাড়িতেই বসে রচনা করেছিলেন একের পর এক সাড়া জাগানো উপন্যাস। আজ সেই বাড়ি পড়ে থাকে তালা বন্ধ অবস্থায়। বাড়িটির বেশ কিছু জায়গায় খসে গিয়েছে পলেস্তারা। শ‍্যাওলা ধরা দেওয়াল দেখলেই বোঝা যাবে কতটা অনাদরে থেকে স্মৃতি বহন করে চলছে এই ‘স্মৃতির খেয়া’ নামে বাড়িটি। আজও বাড়ির বারান্দায় বিভুতিভুষণের আবক্ষ মূর্তি। তাতেও  জমেছে ধুলো।
advertisement
সাহিত্যপ্রেমীরা গোপালনগরে এলে একবার যদি ঘুরে যান এই বাড়িতে, তবে তারা দুঃখ প্রকাশ করে বলবেন, বাড়িটির এই অনাদর তাদের বেদনা দিচ্ছে। প্রতিবছর বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম ও মৃত্যুদিনে গোপালনগর বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায় লাইব্রেরী ও এলাকার বেশ কয়েকটি সাহিত্য সংগঠনের পক্ষ থেকে সাহিত্যিকের স্মরণে বিশেষ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
advertisement
বহু স্বনামধন্য ব্যক্তিত্বেরও চরণধূলি পড়েছে এই ‘স্মৃতির খেয়া’ বাড়িটিতে। প্রত্যেকেই সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন বহু ইতিহাসের সাক্ষী থাকা এই বাড়িটি অধিগ্রহণ করে বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি সংগ্রহশালা গড়ে তোলার। যাতে করে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যেতে পারে সাহিত্যিক ও তাঁর অমোঘ সৃষ্টির সব ভান্ডার। বলিষ্ঠ হতে পারে বাংলা সাহিত্য ও তার ভাবধারা।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: এই বাড়িতেই একসময়ে রচনা হত সাড়া জাগানো উপন্যাস, অনাদরে নষ্ট হচ্ছে বিভূতিভূষণের বাড়ি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement