North 24 Parganas News|| টাকা নিয়েছিলেন মামলা লড়ার! আদালতেই হাতেনাতে পাকড়াও ভুয়ো আইনজীবী, তারপর!

Last Updated:

Fake lawyer caught from Barasat court: আদালতেই হাতেনাতে ধরা পড়ল ভুয়ো আইনজীবী, টাকা নিয়ে প্রতারণার অভিযোগও ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে।

+
title=

#বারাসত: আদালত চত্বরেই ধরা পড়ল ভুয়ো আইনজীবী। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বারাসত জেলা আদালতে। অবশেষে ওই আইনজীবীকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই আইনজীবী পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠছিল অই ব্যক্তির বিরুদ্ধে। অবশেষে বারাসত আদালতের বার অ্যাসোসিয়েশনের হাতে ধরা পড়ল অভিযুক্ত ওই ভুয়ো আইনজীবী।
জানা গিয়েছে, যে ব্যক্তি গ্রেফতার হয়েছে তার নাম রাজীব চৌধুরী ওরফে আনিসুর রহমান। নিউটাউনের এক ল ফার্ম যুক্ত তিনি। তবে তার বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ প্রথম নয়। ইতিপূর্বে তৃণমূলের মুখপত্র পরিচয় দিয়ে বেশ কয়েকটি জায়গায় সাধারণ মানুষের থেকে প্রচুর টাকা আত্মসাৎ করেছে। এমনকি বিষয়টি নিয়ে তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যও বালি থানায় অভিযোগ জানিয়েছেন। বাসন্তী পাল এবং তার নিজের স্ত্রী স্বর্ণালী দেবীও নারায়ণপুর থানায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন।
advertisement
আরও পড়ুনঃ অজ্ঞাত কারণে মন্দিরে রাত্রিবাস অসম্ভব! হাজার বছরের মন্দির ঘিরে রহস্যের মোড়ক
এ দিন তিনি নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা নেয়। এরপরই সেই ঘটনার কথা ছড়িয়ে পরতেই বারাসত আদালত চত্বরে থাকা আইনজীবীরা সোচ্চার হয়ে ওঠেন। সেখানেই তাকে হাতেনাতে ধরে ফেলেন আদালত চত্বরে থাকা অন্যান্য আইনজীবীরা। ভুয়ো প্রমানিত হলে, তাকে বারাসত থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে গোটা ঘটনার তদন্তে বারাসত থানার পুলিশ।
advertisement
advertisement
রুদ্র নারায়ন রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News|| টাকা নিয়েছিলেন মামলা লড়ার! আদালতেই হাতেনাতে পাকড়াও ভুয়ো আইনজীবী, তারপর!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement