হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
ছবি তাঁর, নাম অন্যের! ফেসবুক প্রোফাইল দেখে আঁতকে উঠলেন বসিরহাটের পুলিশকর্তা

Facebook: ছবি তাঁর, নাম অন্যের! ফেসবুক প্রোফাইল দেখে আঁতকে উঠলেন বসিরহাটের পুলিশকর্তা

প্রতীকী ছবি৷

প্রতীকী ছবি৷

ইতিমধ্যে সেই ফেসবুকের স্ক্রিনশট তুলে বসিরহাট সাইবার ক্রাইম অফিসে অভিযোগ করেছেন বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায়।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

বসিরহাট: অতিরিক্ত পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট, সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের। বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে ভবেশ পারিধি নামে একটি ফেসবুক প্রোফাইল সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই ফেসবুক অ্যাকাউন্টে ভবেশ পরিধির ঠিকানা হিসেবে মহারাষ্ট্রের পুণের কথা লেখা রয়েছে৷ সব মিলিয়ে ধন্দে পড়েছে জেলা পুলিশ।

ইতিমধ্যে সেই ফেসবুকের স্ক্রিনশট তুলে বসিরহাট সাইবার ক্রাইম অফিসে অভিযোগ করেছেন বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায়। ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ঠিকানা বদল করে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ।

আরও পড়ুন: ভুল হল না মমতার, পৌঁছে গেলেন অভিষেককে নিয়ে! আনন্দে জড়িয়ে ধরলেন রিজওয়ানুরের মা

অভিযোগ পেয়ে বসিরহাট পুলিশ সাইবার ক্রাইম বিভাগও নড়েচড়ে বসেছে। প্রাথমিক অনুমান, অতিরিক্ত পুলিশ সুপারের ফেসবুক ছবি ব্যবহার করে নিজেকে প্রভাবশালী প্রমাণ করে অসাধু উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছে অভিযুক্ত। ইতিমধ্যে বসিরহাট সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা তদন্ত শুরু করেছেন।

কিন্তু এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায় কোনও মন্তব্য করতে রাজি হননি৷ তবে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টের অপব্যবহার রুখতে প্রত্যেককেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ওই পুলিশ কর্তা।

জুলফিকার মোল্যা

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Facebook Basirhat, North 24 Parganas