উত্তর ২৪ পরগনা: ১৯৫৪ সালে তৈরি হয়েছিল বসিরহাট-২ ব্লকের কাটিয়াবাগ প্রাথমিক স্কুল। সেই থেকে প্রায় ৭০ বছর হতে চলল আজও একইভাবে একই বিল্ডিংয়ে ক্লাস হচ্ছে। খাদ্য সঙ্কটে ভোগা ভারত আজ ডিজিটাল ইন্ডিয়ার পথে হাঁটা লাগালেও এই প্রাথমিক স্কুল বিল্ডিংটির কোনও সংস্কার হয়নি। বর্তমানে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে যে কোনও মুহূর্তে স্কুল বিল্ডিংটি ভেঙে পড়তে পারে বলে অভিভাবকদের আশঙ্কা। সেই আশঙ্কা সঙ্গে নিয়েই চলছে পঠন-পাঠন।
উত্তর ২৪ পরগনার এই একতলা স্কুল বিল্ডিংয়ের চারটি ঘরের অবস্থাই অত্যন্ত বিপজ্জনক। দেওয়ালের প্লাস্টার খসিয়ে মাথার তুলে দাঁড়িয়েছে বটগাছের চারা। ভেঙে পড়ছে স্কুল দালান। সেই অবস্থাতেই প্রতিদিন ক্লাস করে ১২২ জন পড়ুয়া। এই স্কুলের বর্তমান শিক্ষক সংখ্যা ৬। তাঁরাও এই বিপদের ঝুঁকি নিয়েই ছেলেমেয়েদের পড়ান।
আরও পড়ুন: মায়াপুর ইসকনে আদিবাসী সম্মেলন, যোগ দিয়েছেন ৩০০০ প্রতিনিধি
স্কুলের ছাদের পলেস্তারা মাঝেমধ্যেই খসে পড়ে, বর্ষায় ছাদ চুঁইয়ে অঝোর ধারায় নেমে আসে জল। প্রধান শিক্ষক সোমনাথ দাস জানালেন, এই স্কুল সংস্কারের জন্য সাম্প্রতিককালে কোনও অর্থ বরাদ্দ করেনি সরকার। এই অবস্থায় ঝুঁকি নিয়েই সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন অভিভাবকরা। মনে ভয় নিয়েই পড়াশোনা চলছে।
জুলফিকার মোল্লা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Basirhat, North 24 Parganas news