North 24 Parganas News- গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু যুবতীর, অভিযোগের আঙুল হাতুড়ে ডাক্তারের দিকে
- Published by:Samarpita Banerjee
Last Updated:
অবৈধ গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু যুবতীর
#উত্তর ২৪ পরগনা: অবৈধ গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু যুবতীর। এই ঘটনায় ঘিরে উত্তেজনা দেগঙ্গায়। ঘটনার পর অভিযুক্ত হাতুড়ে ডাক্তারকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার সুন্দেপুকুর এলাকায় অবৈধভাবে গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু হয় গৃহবধূর। এলাকায় উত্তেজনা তৈরি হতেই গা ঢাকা দিয়েছে হাতুড়ে ডাক্তার ও তার এক সহকর্মী। জানা গেছে, ২৫ বছরের মৃত ওই গৃহবধূ রুপালি কাহার বাদুড়িয়ার গোখনা এলাকার বাসিন্দা। জানা যায়, রুপালি কাহার চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। স্বামী কর্মসূত্রে থাকেন তামিলনাড়ুতে। যেহেতু ওই দম্পতির একটি সন্তান বর্তমান রয়েছে তাই অন্তঃসত্ত্বা হওয়ার পর যোগাযোগ করেন সুন্দেপুকুর এলাকার ওই হাতুড়ে ডাক্তারের সঙ্গে।
অভিযোগ, চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেলে ওই মহিলাকে গর্ভপাতের পরামর্শ দিয়েছিলেন ওই হাতুড়ে ডাক্তার। ডাক্তারের পরামর্শ শুনে গর্ভপাত করান ওই গৃহবধূ। অভিযোগ, এদিন গর্ভপাত করাতে গিয়ে এই হাতুড়ে ডাক্তারের হাতে মৃত্যু হয় ওই গৃহবধূর। এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই উত্তেজিত হয়ে পড়ে মৃতর পরিবার থেকে প্রতিবেশীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে অবৈধভাবে গর্ভপাত করানো হচ্ছিল কোন সরকারি ছাড়পত্র ছাড়াই। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এলাকায় উত্তেজনা তৈরি হতেই ছুটে আসে পুলিশ। এই ঘটনার অভিযোগে অভিযুক্ত ওই হাতুড়ে চিকিৎসককে আটক করা হয়েছে। কিভাবে দীর্ঘদিন ধরেই এই লোকালয় এমন অবৈধ কারবার চালিয়ে যাচ্ছিল এই হাতুড়ে ডাক্তার? তবে কি তার এই অবৈধ কারবারের পেছনে রয়েছে কোন বড় হাত? এদিনের ঘটনার পর এই প্রশ্নই এখন ঘুরছে বাসিন্দাদের মনে।
view commentsLocation :
First Published :
March 19, 2022 7:56 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু যুবতীর, অভিযোগের আঙুল হাতুড়ে ডাক্তারের দিকে