North 24 Parganas News: বসিরহাটে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বাড়ি দোকান
- Published by:Samarpita Banerjee
Last Updated:
এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে
#উত্তর ২৪ পরগনা: বিধ্বংসী আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল বাড়ি দোকান। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বসিরহাটের (Bashirhat) ভ্যাবলা এলাকায় এদিন রাতে আগুন লেগে গিয়ে ভস্মীভূত হয়ে গেল বাড়ি ও দোকানঘর। প্রাথমিক অনুমান, দাহ্য পদার্থ থেকেই এই আগুন (Fire) লেগে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা। আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখে স্থানীয় মানুষেরা খবর দেয় ফায়ার ব্রিগেডে। ফায়ার ব্রিগেডের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। ফায়ার ব্রিগেড এর সাথে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় দোকান ও বাড়িতে থাকা সমস্ত সামগ্রী।
দমকল বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ ছিল। পাশাপাশি বাড়িতে থাকা ছোট্ট মুদিখানার দোকানে ছিল কেরোসিন, ডিজেল, পেট্রোল, যা খুচরা বিক্রি করা হতো। এছাড়াও হাওয়া মেশিনের সাহায্যে সাইকেল ও মোটর বাইকে হাওয়া দেওয়া হতো বলে জানান স্থানীয়রা। রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখায় পরপর দুইটি গ্যাস সিলিন্ডার বাস্ট করে এলাকায় আগুন ছড়িয়ে পড়তেই ভয়ে ভীত হয়ে পড়েন এলাকাবাসীরা। বিপদের আঁচ বুঝে খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পার্শ্ববর্তী কারোরই ক্ষয়ক্ষতি না হলেও ওই বাড়ি ও দোকান পুড়ে ভস্মীভূত হয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানালেন বাড়ির মালিক পচা গাজী। জনবহুল এলাকায় এই আগুন লাগায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
Location :
First Published :
March 30, 2022 8:38 PM IST