North 24 Parganas News- জল না পেয়ে রাগে ফুঁসছেন গোটা গ্রামের মানুষ
- Published by:Samarpita Banerjee
Last Updated:
বিল না মেটায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জল না পেয়ে রাগে ফুঁসছেন গোটা গ্রামের মানুষ
#উত্তর ২৪ পরগনা: কেটে দেওয়া হলো বিদ্যুতের লাইন। বন্ধ হয়ে গেল জলের লাইন। সমস্যায় জেরবার হয়ে বিক্ষোভের পখ বেছে নিলেন গোটা গ্রামের মানুষ। ঘটনাস্থল অশোকনগর থানার বিরা বারুইপাড়া। স্থানীয় সূত্রে জানা যায়, সজল ধারা প্রকল্পর জন্য ধার্য টাকা জমা না পরায় কেটে দেওয়া হয় বিদ্যুতের লাইন। বিদ্যুত বিচ্ছিন্ন হতেই সকাল থেকে জল বন্ধ। এই গরমে জল না পেয়ে বিরা রাজিবপুর গ্রাম পঞ্চায়েতের বারুইপাড়া এলাকায় বিক্ষোভে ফেটে পড়লেন কয়েকশো গ্রামবাসীরা। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে যানবাহন। যানজট তৈরি হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনা চরমে ওঠার আগেই ঘটনাস্থলে পৌঁছে যায় অশোকনগর থানার পুলিশ।
বিক্ষোভকারীদের অভিযোগ, ধার্য টাকা দেওয়ার পরেও কেন জমা পড়েনি ? বিদ্যুতের লাইন কেটে দেওয়ার আগে কেন একবার গ্রামবাসীদের কিছু জানানো হলো না, এ নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। এই নিয়ে ইতিমধ্যেই এলাকায় শোরগোল পড়ে যায়। এই ঘটনায় নিন্দার ঝর ওঠে। এলাকার তাপমাত্রা বেড়ে যাওয়ায় জলেরও চাহিদা বেড়েছে। সেই অবস্থায় এই সিদ্ধান্ত অমানবিক বলেও দাবি জানানো হয় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের তরফ থেকে। বিক্ষোভকারীরা আক্ষেপ করে জানালেন, তারা বিদ্যুতের বিল জমা দিয়েছেন, যদি তা জমা না পড়ে তবে তার দায় কার? এই দাবদাহের মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় তারা জল না পেয়ে প্রচণ্ড কষ্টে রয়েছেন। কারোর বাড়িতে অসুস্থ রোগী, কারোর বাড়িতে রয়েছে ছোট ছোট বাচ্চা। জল সংকটে তাদের অবস্থা দিশেহারা। অবিলম্বে বিদ্যুতের লাইন যোগ করতে তারা আবেদন জানিয়েছেন। তাদের দাবি না মানা হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
view commentsLocation :
First Published :
March 15, 2022 9:12 PM IST