Debashree Roy: 'যেখানে যোগ্য সম্মান নেই সেখানে দেবশ্রী রায় যায় না'! চলচ্চিত্র উৎসব নিয়ে বিস্ফোরক নায়িকা!
- Published by:Piya Banerjee
- hyperlocal
Last Updated:
Debashree Roy: চলচ্চিত্র উৎসবে বড় বড় তারকারা আসছেন। তবে বাংলার শিল্পীরা কোথায় যোগ্য সম্মান পাচ্ছে? ক্ষোভ উগড়ে দিলেন দেবশ্রী রায়!
#উত্তর ২৪ পরগনা: মহা ধুমধামে শুরু হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসব। প্রতিদিন বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে উত্তেজনা নিয়ে সিনেমা দেখার পালা। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন শাহরুখ খান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সহ বলিউড এবং টলিউডের খ্যাতনামা শিল্পীরা। অনুষ্ঠানে বিশেষ সম্মান জ্ঞাপন করা হয় শিল্পীদের। তবে এবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে মধ্যমগ্রামে এসে ক্ষোভ উগরে দিলেন বাংলা সিনেমার অন্যতম অভিনেত্রী দেবশ্রী রায়।
অভিনেত্রী দেবশ্রী রায় মনে করেন, বাংলার শিল্পীরা যোগ্য সম্মান পাচ্ছেন না। তবে অভিনেতা মিঠুন চক্রবর্তী সম্বন্ধে বারাসতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী যা বলেছেন তা ব্যক্তিগত ব্যাপার বলেও এড়িয়ে যান। কিন্তু বাংলা সিনেমার এই খ্যাতনামা অভিনেত্রী যোগ্য সম্মান না পেলে সেখানে যান না বলেও জানান। বহু সিনেমায় অভিনেতা মিঠুন চক্রবর্তী সঙ্গে দেবশ্রী রায় কাজ করেছেন। দেবশ্রী বলেন, আমরা শিল্পী, শিল্পীর চোখে পুরো বিষয়টিকে দেখি। যখন এর সঙ্গে চলচ্চিত্র জড়িত, তখন এই উৎসবে সবাইকেই আমন্ত্রণ জানানো উচিৎ। যোগ্য সম্মান নিয়ে আর বেশি বিস্তারিত বলব না। শুধু এইটুকু বলব, যেখানে যোগ্য সম্মান নেই সেখানে দেবশ্রী রায় যায় না।
advertisement
তিনি মনে করেন, এই চলচিত্র উৎসবে কোনও পলিটিকাল দিক দেখা উচিৎ নয় একজন শিল্পীকে আমন্ত্রণ জানানোর বিষয়ে। যাদের ভারতীয় সিনেমায় অবদান রয়েছে, তারা সকলেই শিল্পী। তাদের আমন্ত্রণ জানানো উচিৎ। এরচেয়ে বেশি কিছু বলতে এদিন রাজি হননি অভিনেত্রী দেবশ্রী রায়।ঠিক কোথায় সমস্যা রয়েছে, জানতে চাওয়া হলেও সে বিষয়ে মুখ খুলতে চাননা। সিনেমা প্রেমী ও দর্শকরা মনে করছেন এর মধ্যে দিয়েই অভিনেত্রী দেবশ্রী রায় আঙ্গুল তুললেন রাজ্য সরকারের দিকেই। ফলে কোথাও রাজনৈতিক রঙ দেখে শিল্পীদের মধ্যে বিভেদ সৃষ্টি করারও চেষ্টা করা হচ্ছে বলে বহু কলা কুশলী মন্তব্য করেন।
advertisement
advertisement
রুদ্র নারায়ন রায়
Location :
First Published :
December 22, 2022 8:18 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Debashree Roy: 'যেখানে যোগ্য সম্মান নেই সেখানে দেবশ্রী রায় যায় না'! চলচ্চিত্র উৎসব নিয়ে বিস্ফোরক নায়িকা!