North 24 Parganas Corona News- বছরের শেষ দিনে ৫০০ ছুঁইছুঁই জেলার করোনা সংক্রমিতের সংখ্যা

Last Updated:

গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগনা জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৯৬ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছে ২৪০ জন। মৃত্যুর সংখ্যা দুই।

জেলায় ৫০০ ছুঁই ছুঁই করোনা সংক্রমণ।
জেলায় ৫০০ ছুঁই ছুঁই করোনা সংক্রমণ।
#উত্তর ২৪ পরগনা : উদ্বেগ বাড়িয়ে জেলায় বাড়ল করোনা সংক্রমণের সংখ্যা। উৎসবের মাঝেই হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ (North 24 Parganas Corona News)। বড়দিন থেকে শুরু করে বছর শেষে উৎসবে মেতেছিল আপামর বাঙালি। আর তারই মাঝে করোনা সংক্রমণ আবারও লাগামছাড়া পর্যায়ে গিয়ে পৌঁছতে পারে, এমন ইঙ্গিত বিশেষজ্ঞদের।
করোনার (corona) দাপটে একসময় দিশাহীন হয়ে পড়েছিল সারা দেশ তথা রাজ্য। ক্রমশ বেড়েই চলেছে এল সংক্রমণ। তবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের উভয়ের প্রচেষ্টায় করোনার প্রথম ঢেউকে আটকানো সম্ভব হয়েছিল ঠিকই, তবে করোনার দ্বিতীয় ঢেউ হাতের বাইরে চলে গিয়েছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ে যে হারে সংক্রমণ বেড়েছিল তাতে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছিল গোটা দেশ তথা রাজ্যের মানুষ। যে হারে সংক্রমণ বেড়েছিল তাতে অনেকটাই সংক্রমনের হ্রাস টেনেছে। তবে গতকালের থেকে তুলনায় অনেকটাই বাড়ল করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগনা জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৯৬ জন (North 24 Parganas Corona News)। গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছে ২৪০ জন। মৃত্যুর সংখ্যা দুই।
advertisement
যে হারে সংক্রমণ বাড়ছে তাতে আশঙ্কা সেই তৃতীয় ঢেউয়ের। এই উৎসবের মাঝে যে হারে মানুষ দিশাহীন হয়ে মাস্ক ব্যবহার না করে উৎসবে মেতেছেন, তার জন্যই এই পরিণতি বলে দাবি চিকিৎসক মহলের। তবে কি দেশ তথা রাজ্যে আছড়ে পড়ল করোনার তৃতীয় ঢেউ? এমনই প্রশ্ন সাধারণ মানুষের। চিকিৎসকদের মতে, সংক্রমণ আটকাতে একমাত্র উপায় টিকাকরণ। চিকিৎসকদের মতে করোনা থেকে বাঁচতে হলে মেনে চলতে হবে করোনা বিধিও। মাস্ক, স্যানিটাইজার বাধ্যতামূলক। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবহারে চলছে লাগাতার প্রচার। এমনকি টিকাকরণের আরও জোর দিতে বলেছে সরকার। টিকাকরণ আরও দ্রুত পরিমাণে শেষ করার নির্দেশ সরকারের। এরই মাঝে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রণ নিয়ে চিন্তার ভাঁজ চিকিৎসক মহলে। গত তিন চার দিনে যে হারে করোনা সংক্রমনের সংখ্যা বেড়েছে তাতে অনেকটাই চিন্তিত প্রশাসন (North 24 Parganas Corona News)। ইতিমধ্যেই করোনার রিভিউ মিটিং করে পরিস্থিতি নজরে রাখছে সরকার। উৎসবের মাঝে এমন পরিস্থিতির ভয়ঙ্কর পরিণতি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
Ratul Banerjee
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas Corona News- বছরের শেষ দিনে ৫০০ ছুঁইছুঁই জেলার করোনা সংক্রমিতের সংখ্যা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement