Coromandel Express Accident: হায় কপাল, দুর্ঘটনাস্থল থেকে ওঠা বাস চাইল ১০০০টাকা! তারপর
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Coromandel Express Accident: দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকারী বাসেও জোর করে নেওয়া হয়েছে এক হাজার টাকা, বিপাকে আহত যুবক
বসিরহাট: বালাসোরের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকারী বাসেও চাওয়া হয়েছিল এক হাজার টাকা, বিপাকে পড়েছিল আহত হিঙ্গলগঞ্জের যুবক। বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পাটঘরার বাসিন্দা সৈকত মন্ডল। পিতা বরুন মন্ডলের একমাত্র ছেলে। সে কর্মসূত্রে বাইরে কাজ করতে যায়।
বাড়ির সমস্যার কারণে তিনি ট্রেনে যশবন্তপুর থেকে হাওড়াগামী ট্রেনে ওঠেন। কিন্তু ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেন। একাধিক ট্রেনের বগি উল্টেপাল্টে যায়। তাঁকে উদ্ধার করে জাতীয় বিপর্যয় মোকাবেলা দলের সদস্যরা। তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। তারপর তাকে একটি বাসে উঠতে বলা হয়।
এরকম পরিস্থিতিতেও তার কাছে কিছু টাকা পড়েছিল। বাসের যাত্রা শুরুর কিছুক্ষণ পরে বাসের কন্ডাক্টার কিছুদূর গিয়ে তার থেকে এক হাজার টাকা দাবি করে। আর বলে টাকা না দিলে নেমে যাও। যথারীতি সেই অবস্থাতে পকেটে যে টাকাটুকু সম্বল ছিল সেটা দিতে হয় সৈকত মন্ডলকে। কোন মতে সে বাড়ি ফিরে আসে।
advertisement
advertisement
তাঁর গলায়, পায়ে, হাতে আঘাতের চিহ্ন দেখা যায়। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি আশুতোষ কামিলা এই ঘটনা শোনা মাত্রই সেই পরিবারের পাশে এসে সমস্ত কিছু সাহায্যের আশ্বাস দেন।
JULFIKAR MOLLA
Location :
Kolkata,West Bengal
First Published :
June 04, 2023 7:05 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Coromandel Express Accident: হায় কপাল, দুর্ঘটনাস্থল থেকে ওঠা বাস চাইল ১০০০টাকা! তারপর