North 24 Parganas News: লাগাতার বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে এবার বিক্ষোভ
- Reported by:JULFIKAR MOLLA
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
প্রতিদিন নিয়ম করে ৪-৬ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ। এরই প্রতিবাদে বিদ্যুৎ দফতরের অফিসের সামনে গ্রাহকদের বিক্ষোভ
উত্তর ২৪ পরগনা: লাগাতার বিদ্যুৎ বিভ্রাট চলছেই। তীব্র গরমে বিদ্যুৎ বিভ্রাটের জেরে প্রতিদিন ভোগান্তির মুখে পড়ছে আমজনতা। এই বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বৃহস্পতিবার হাসনাবাদে বিদ্যুৎ দফতরের সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।
বিদ্যুৎ বিভ্রাটের জেরে শুধু যে মানুষ প্রচন্ড কষ্ট পাচ্ছে তাই না লেখাপড়ার ক্ষতি হচ্ছে বাড়ির বয়স্ক সদস্যরা অসুস্থ হয়ে পড়ছেন এমনকি চাষের কাজেও ব্যাপক ক্ষতি হচ্ছে। বিদ্যুৎ না থাকায় চালানো যাচ্ছে না পাম্প। ফলে সঠিকভাবে জমিতে জল দেওয়া সম্ভব হচ্ছে না। আর তাই বিভিন্ন পোকামাকড়ের সংক্রমণ বাড়ছে ফসলে। লাগাতার এক পরিস্থিতি চলতে থাকায় আর ধৈর্য রাখতে না পেরে এদিন হাসনাবাদে বিদ্যুৎ গ্রাহক সমিতির নেতৃত্বে সাধারণ মানুষ বিক্ষোভ দেখায়।
advertisement
advertisement
কোথাও কোথাও নাগাড়ে চার থেকে ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। ফলে ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। এরই প্রতিবাদে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদক রবিন দেবনাথ ও অজয় বাইনের নেতৃত্বে কয়েকশো গ্রাহক বিক্ষোভ দেখান। গ্রাহকরা ছয় দফা দাবি নিয়ে বিদ্যুৎ দফতরে স্মারকলিপিও জমা দেন।
advertisement
জুলফিকার মোল্লা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 07, 2023 4:42 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: লাগাতার বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে এবার বিক্ষোভ







