North 24 Parganas News: যাত্রী নিরাপত্তায় সীমান্তের বাসে বসানো হল CCTV

Last Updated:

মহিলাদেরও নিরাপত্তা অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছেন যাত্রীরা। যাত্রী নিরাপত্তার কথা ভেবে বাস সংগঠনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সকল শ্রেণীর মানুষ।

+
বাসে

বাসে বসছে ক্যামেরা

#উত্তর ২৪ পরগনা: যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে পুজোয় বাসে সিসিটিভি লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হল DN 44 রুটের বাস সংগঠন।বাসে কারা উঠছেন, কারা নামছেন তার নজরদারি রাখতে এই পরিকল্পনা। যেহেতু সীমান্ত এলাকা শহর বনগাঁ তাই সেখান থেকে এই DN 44 রুটের বাস ছেড়ে দক্ষিনেশ্বর পর্যন্ত যায়। চোরাচালানকারী থেকে শুরু করে বাংলাদেশীরাও এই বাস রুট ব্যবহার করে থাকতে পারে বলে অনুমান করা হয়। সে ক্ষেত্রে নিরাপত্তার কারণেই যাত্রীদের সুবিধার্থে এই সিসিটিভি বসানোর পরিকল্পনা বলে জানান আইএনটিটিইউসি সভাপতি বনগাঁ শাখা নারায়ণ ঘোষ।
advertisement
একইসঙ্গে, যাত্রী এবং ড্রাইভার-কন্ডাকটরদের সঙ্গে বচসা থেকে শুরু করে নানা সমস্যা বাসের মধ্যে হয়। সেই সব সমস্যা তৈরি হলেও সিসি টিভি ক্যামেরার মাধ্যমে সবটাই ধরা পড়বে বলে মত। ফলে, তাতে যাত্রী কিংবা বাসের ড্রাইভার কন্ডাকটররা প্রত্যেকে সুবিধা লাভ করবেন। মহিলাদেরও নিরাপত্তা অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছেন যাত্রীরা। যাত্রী নিরাপত্তার কথা ভেবে বাস সংগঠনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সকল শ্রেণীর মানুষ।
advertisement
আরও পড়ুন South24Parganas News: কোন রুটে গেলে পুজো দেখা সহজ হবে? ‌সামনে এল গাইড ম্যাপ
দীর্ঘদিন ধরেই এই রুটের বাস নিয়ে নানা অভাব অভিযোগ ছিল যাত্রীদের মধ্যে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকা থেকে এই বাস চলাচল করায় নজরদারির প্রয়োজন ছিল বলেও মনে করছে প্রশাসন। সেই জায়গায় দাঁড়িয়ে সিসিটিভি ক্যামেরা বসানো এ নজরদারির পাশাপাশি যাত্রীদের নানা সুবিধা সুবিধার বিষয়টিও লক্ষ্য রাখা যাবে। বলেই মনে করা হচ্ছে। বাসের মধ্যে খারাপ ব্যবহারের শিকারের হাত থেকেও মিলবে রক্ষা। যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে এই সিদ্ধান্ত আগামী দিনে বাড়তি সুবিধা দেবে বলেই মনে করছেন এই রুটের যাত্রীরা।
advertisement
(রুদ্র নারায়ণ রায়)
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: যাত্রী নিরাপত্তায় সীমান্তের বাসে বসানো হল CCTV
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement