North 24 Parganas News: বিজেপি প্রার্থীরা মনোনয়ন দিতে পারছে না, মহকুমা শাসকের দফতরে সুকান্ত

Last Updated:

উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার সন্দেশখালি, মিনাখা, হাড়োয়া সহ একাধিক জায়গায় বিজেপি প্রার্থীরা ঠিক মতো মনোনয়ন দিতে পারছেন না, তাঁদেরকে বাধা দেওয়ার পাশাপাশি হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

+
বসিরহাটে

বসিরহাটে সুকান্ত মজুমদার৷

বসিরহাট:বিজেপি-র প্রার্থীরা মনোনয়ন জমা করতে পারছেন না, এই অভিযোগে প্রার্থীদের সঙ্গে নিয়ে মহকুমা শাসকের দফতরে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনীতির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠলো রাজ্যের বিভিন্ন প্রান্ত। কোথাও বিরোধীদের মনোনয়নে বাধা আবার কোথাও শাসক-বিরোধী দলের লড়াইয়ের ছবি উঠে আসছে।
রাজ্যের সর্বত্র বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গেলে তাঁদেরকে বাধা দেওয়া হচ্ছে, এমন কি ভয় দেখানো হচ্ছে, এই অভিযোগে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির মুখপাত্র শঙ্কু দেবপণ্ডা, মহিলা নেত্রী অর্চনা মজুমদারের নেতৃত্বে প্রার্থীদের সঙ্গে করে নিয়ে বসিরহাট মহকুমা শাসকের দফতরে মনোনয়ন দেওয়ার জন্য ঢোকেন।
advertisement
মহাকুমা শাসকের দফতর থেকে বেরিয়ে সুকান্ত মজুমদার জানান, যতক্ষণ পর্যন্ত রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে শান্তিপূর্ণভাবে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা নেওয়া হবে না,  ততক্ষণ পর্যন্ত তাঁরা রাজ্য নির্বাচন কমিশনের সামনে বসে থাকবেন। এমনটাই হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
advertisement
উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার সন্দেশখালি, মিনাখা, হাড়োয়া সহ একাধিক জায়গায় বিজেপি প্রার্থীরা ঠিক মতো মনোনয়ন দিতে পারছেন না, তাঁদেরকে বাধা দেওয়ার পাশাপাশি হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমন কি, বিডিও অফিসের সামনে গিয়ে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ।বিজেপি-র প্রার্থী তালিকা বসিরহাটের মহকুমা শাসক মৌসম মুখোপাধ্যায়ের হাতে তুলে দেন সুকান্তবাবু।
advertisement
দক্ষিণ ২৪ পরগণা সহ রাজ্যের বেশ কিছু জায়গায় মনোনয়ন নিয়ে যে তাণ্ডব চলছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, “পুলিশ কী নিরাপত্তা দেবে! রাজ্য চাইলে বিনা পয়সায় কেন্দ্রীয় বাহিনী পঞ্চায়েত নির্বাচনে আমরা দেব। এমনিতে কেন্দ্রীয় সরকার সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে রাজ্যকে। আমাদের প্রার্থীদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে।”
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বিজেপি প্রার্থীরা মনোনয়ন দিতে পারছে না, মহকুমা শাসকের দফতরে সুকান্ত
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement