North 24 Parganas News: জাতীয় স্তরে রেকর্ড গড়ে বাংলার মুখ উজ্জ্বল করেছে বঙ্গতনয়া রিয়া
- Reported by:RUDRA NARAYAN ROY
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
জাতীয় স্তরে রেকর্ড গড়ে বাংলার মুখ উজ্জ্বল করেছে বঙ্গতনয়া রিয়া। ছোট বেলা থেকে অ্যাথলেটিকসে অংশগ্রহণ করে এলেও, ২০১৯ সালে পাওয়ার লিফটিংয়ে আগ্রহ বাড়তে থাকে।
উত্তর ২৪ পরগনা: জাতীয় স্তরে একটি সোনা ও একটি ব্রোঞ্জ পদক অর্জন করে বাংলার মুখ্য উজ্জ্বল করল নিউ ব্যারাকপুরের রিয়া সাহা। ছোট বেলা থেকে অ্যাথলেটিকসে অংশগ্রহণ করে এলেও, ২০১৯ সালে পাওয়ার লিফটিংয়ে আগ্রহ বাড়তে থাকে। তারপর চলে সেইমত প্রশিক্ষণ। তবে কোভিড কিছুটা থমকে দেয়, কোভিড কাটিয়ে ফের কঠিন লড়াইয়ে নামে রিয়া। রিয়া সাহা পশ্চিমবঙ্গের হয়ে জাতীয় স্তরে সিনিয়র পাওয়ার লিফটিং খেলতে গত বছর গিয়েছিল মহারাষ্ট্রের ভদ্রবাটিতে। স্কোয়াটে ১৪৫ কেজি মেরে প্রথম স্থান এবং ডেডলিফট ১৫২.৫ কেজি মেরে তৃতীয় স্থান এবং ওভার অলেও তৃতীয় স্থান অর্জন করে।
ফের এবছর পশ্চিমবঙ্গের হয়ে জাতীয় স্তরে সিনিয়র পাওয়ারলিফটিং প্রতিযোগিতায় অংশ নেয় সে। কেরালার কোঝিকোডড়ে হয় প্রতিযোগিতা। সেখানেই স্কোয়াটে ১৫২.৫ কেজি মেরে প্রথম স্থান অধিকার করেছে এবং জাতীয় স্তরে রেকর্ড করেছে ৬৯ কেজি বডি ওয়েট এবং সর্বমোট তৃতীয় স্থান পেয়ে সকলের নজর কেড়েছে এই বঙ্গতনয়া।
আরও পড়ুন ঃ ভারত বাংলাদেশ সীমান্তে বড় সাফল্য! উদ্ধার হল লক্ষ লক্ষ টাকার এই জিনিস!
রিয়া বালি হেলথ সেন্টার ক্লাবে প্রশিক্ষণ নেন। তার আন্তর্জাতিক স্তরে শিক্ষক জয়ন্ত ভট্টাচার্য। এছাড়াও, তার সহযোগিতায় সব সময় পাশে থেকে উৎসাহিত করেছেন বালি হেলথ সেন্টার ক্লাবের সকল সদস্য এবং পাওয়ারলিফটিং অ্যাসোসিয়েশনের সদস্যরা।
advertisement
advertisement
রিয়া গত ১০ বছর ধরে নিউব্যারাকপুরেই বসবাস করেন, পড়াশোনার কারণে।তবে রিয়ার আদি বাড়ি হাওড়া জেলায়। সেখেনে পরিবারের আর সবাই থাকে। খেলাধুলার জন্য তার বাবা মা সহ পরিবারের সদস্যরাও পাশে থেকে উৎসাহিত করেন।
খুব অল্পদিনের পাওয়ার লিফটিং এর সফর হলেও, ইতিমধ্যেই রাজ্যস্তরে, জাতীয় স্তরে পদক অর্জন করছে সে। এবার স্বপ্ন আন্তর্জাতিক স্তরে ভারতের নাম উজ্জ্বল করার। কিন্তু তার জন্য প্রয়োজন প্রচুর অর্থের যা মধ্যবিত্ত পরিবারের পক্ষে সম্ভব নয়, তার জন্য প্রয়োজন সরকারি সাহায্যের। যদি রাজ্য ক্রীড় দপ্তর রিয়ার এই স্বপ্ন পূরণ করতে সহযোগিতা করে তাহলে রিয়ার বিশ্বাস সে ভারতের নাম উজ্জ্বল করতে পারবে। এখন একটাই স্বপ্ন আন্তর্জাতিক মেডেল ছিনিয়ে আনার।
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 17, 2023 12:01 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: জাতীয় স্তরে রেকর্ড গড়ে বাংলার মুখ উজ্জ্বল করেছে বঙ্গতনয়া রিয়া







