North 24 Parganas News: বসিরহাট যেন এক টুকরো শান্তিনিকেতন, বসন্ত উৎসবে মাতলেন ৮ থেকে ৮০
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
বসন্ত উৎসব উপলক্ষে ছিল মেলাও৷ ফলে খুব স্বাভাবিকভাবেই ফুচকা, ঘুগনি, জিলিপি চেটেপুটে খাচ্ছেন সকলেই।
বসিরহাট: বসিরহাট যেন এক টুকরো শান্তিনিকেতন। আদিবাসী নৃত্য, লাঠি খেলার মধ্য দিয়ে সারারাত ধরে বসন্ত উৎসবে মাতলেন ৮ থেকে ৮০।
উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ধলতিথা পাড়া আজ রঙে ছয়লাপ। শান্তিনিকেতনের বসন্ত উৎসবে এবারে যেতে পারছেন না অনেকেই। সেই আক্ষেপ মেটাচ্ছেন বসিরহাটে।
বসন্ত উৎসবে একে অপরকে রং মাখিয়ে মিষ্টি ও ফুলে শুভেচ্ছা জানিয়ে বসন্ত উৎসবে মাতলেন বিধায়ক নারায়ণ গোস্বামী। একদিকে বসন্ত উৎসবের গান, অন্যদিকে নাচের মধ্য দিয়ে সর্বধর্মের সম্প্রীতির বার্তা দিলেন। ছোট থেকে বড় সকলেই উৎসবে মেতে উঠলেন। বসন্ত উৎসব উপলক্ষে ছিল মেলাও৷ ফলে খুব স্বাভাবিকভাবেই ফুচকা, ঘুগনি, জিলিপি চেটেপুটে খাচ্ছেন সকলেই।
advertisement
advertisement
মঙ্গলবার দোল এবং বুধবার হোলি৷ রংয়ের উৎসবে সাধারণত মানুষ বীরভূম, পুরুলিয়া বা ঝাড়গ্রাম যান৷ কিন্তু যদি বসিরহাটের কেউ যেতে না পারেন কোনও অসুবিধা নেই, কারণ সেখানেও রঙের সমারোহ৷
advertisement
জুলফিকর মোল্লা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2023 7:28 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বসিরহাট যেন এক টুকরো শান্তিনিকেতন, বসন্ত উৎসবে মাতলেন ৮ থেকে ৮০