Bangla News: 'ভোট এলেই ভয় লাগে!' বোমায় উড়ে গিয়েছিল ছোট্ট মেয়ের হাত! কেমন আছে পৌলমী? আজও চোখে মুখে আতঙ্ক!

Last Updated:

Bangla News: আগের পঞ্চায়েত নির্বাচনে বোমায় উড়ে ছিল হাত! কেমন আছে সে? ভয়াবহ স্মৃতি আজও তাড়া করছে ছোট্ট মেয়েকে!

+
title=

বসিরহাট: “ভোট এলেই ভয় লাগে”, পাঁচ বছর আগের বোমা বিস্ফোরণে হাত উড়ে যাওয়ার সেই স্মৃতি যেন এখনো দগদগে পৌলমীর চোখ। তারিখটা ছিল ২০১৮ সালের ২০শে এপ্রিল। প্রতিদিনের মতো সেদিন সকালেও বাড়ির সামনের ফুল গাছ থেকে ফুল তুলতে গিয়েছিল হাড়োয়ার একরত্তি পৌলমী। কিন্তু সেই গাছের নীচেই পড়েছিল একটি বোমা। সেই বোমাকে বল ভেবে হাতে তুলে নেয় সে। নতুন বল পেয়েছে সেই আনন্দে সেটা দাদুকে দেখানোর জন্য দৌড়ে যায় নিজের বাড়ির দিকে। তার দাদু দেখতে পায় নাতনির হাতে রয়েছে আস্ত তাজা বোমা। তৎক্ষণাৎ তিনি তার নাতনীকে বোমাটিকে ফেলে দিতে বলেন। বোমা ফেলতেই ঘটে বিস্ফোরণ। বাঁ হাত উড়ে যায় বছর আটের পৌলমী হালদারের।
আরও পড়ুন:
বসিরহাটের হাড়োয়া থানার গোপালপুর ১নং গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের বাসিন্দা শম্ভু হালদার ও দিপালী হালদারের ছোট মেয়ে পৌলমী হালদার। আজ থেকে পাঁচ বছর আগে ঠিক পঞ্চায়েত ভোটের আগেই বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে হাত উড়ে যায় তার। যা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য জুড়ে। সেই বিভীষিকা যেন এখনো চোখে মুখে লেগে রয়েছে পৌলমীর। যখন ঘটনা ঘটেছিল তখন সে তৃতীয় শ্রেণীর ছাত্রী। এখন সে পড়ে ক্লাস এইটে। অনেক গুলি দিন কেটে গেলেও সেই ভয়াবহ স্মৃতি যেন এখনও তার চোখে মুখে ভেসে বেড়ায়।
advertisement
advertisement
ঘটনার পর স্থানীয় তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ও ফুটবলার দীপেন্দু বিশ্বাসের উদ্যোগে প্রায় ৮ লক্ষ টাকা ব‍্যায়ে একটি কৃত্রিম হাতের ব্যবস্থা করা হয় পৌলমীর জন্য। কলকাতার এক বেসরকারী হাসপাতাল থেকে পাওয়া সেই কৃত্রিম হাত পরেই শিশু বয়স কাটিয়েছে সে। কিন্তু যত দিন যাচ্ছে তার চেহারারও পরিবর্তন হচ্ছে। যার ফলে সেই কৃত্রিম হাত তার বাম হাতে আর ঢোকে না। যার ফলে সেই হাত সে ব্যবহার করতে পারে না। এখনও সেই দিনের কথা মনে পড়লে আতঙ্কিত হয়ে পড়ে সে‌। পৌলমী বলে,  “ভোট এলেই যেন আমার ভয় লাগে।” চারদিকে যখন বোমার খবর সে শোনে তখন সে আরও ভয় পেয়ে যায়। তার সঙ্গে যা হয়েছে এরকম যেন কোন বাচ্চার সঙ্গে আর না হয়। নয়তো সে মানসিক ও শারীরিক দুই ভাবেই ভেঙে পড়বে।
advertisement
মুরগি পালন করে এই পরিবারটি তাদের সংসার চালায়। পৌলমীর মা দিপালী হালদার বলেন,  “যদিও দুর্ঘটনার দিনগুলিতে তৃণমূলের নেতারা যথেষ্ট সাহায্য করেছিলেন। এমনকি পৌলমীর জন্য কৃত্রিম হাতেরও ব্যবস্থা করে দিয়েছিলেন। পাশাপাশি আশ্বাসও দিয়েছিলেন যে আগামী দিনে পরিবারের পাশে থাকবে।” কিন্তু তিনি অভিযোগ করেন, তাকে চাকরি দেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে তা আর রূপায়িত হয়নি। যদিও তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিউসির সভাপতি কৌশিক দত্ত বলেন,  “মাঝখানে বেশ কয়েক বছর কোভিডের জন্য একটু সমস্যার জেরে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সে প্রতিশ্রুতি আমরা রাখতে পারিনি”
advertisement
তিনি আরও বলেন, “পঞ্চায়েত ভোট মিটে গেলে আমি খুব গুরুত্বের সঙ্গে শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করবো। এবং পৌলমীর পরিবারের পাশে থাকার সমস্ত রকম চেষ্টা করবো।” বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক জয়ন্ত কুন্ডু বলেন, “তৃণমূল শুধু প্রতিশ্রুতিই দিতে পারে। কারণ প্রতিশ্রুতি দিতে কোন ট্যাক্স লাগে না। তারা প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যান কিন্তু বাস্তবে তা আর রূপায়িত হয় না।” সামনেই আবার পঞ্চায়েত ভোট দিকে দিকে বোমা গুলির শব্দে তোলপাড় হচ্ছে রাজ্য। কিন্তু এখনো পৌলমীর কাছে পাঁচ বছর আগের সেই দিন যেন এক অভিশপ্ত অধ্যায় রয়ে গেছে দগদগে ঘা হয়ে।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Bangla News: 'ভোট এলেই ভয় লাগে!' বোমায় উড়ে গিয়েছিল ছোট্ট মেয়ের হাত! কেমন আছে পৌলমী? আজও চোখে মুখে আতঙ্ক!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement