Bangaon local: ট্রেনের টিকিট নয়! চোর তাড়ানোর টিকিট দেওয়া হল শিয়ালদহ-বনগাঁ শাখার লোকাল ট্রেনে! কী ঘটছে এসব

Last Updated:

Bangaon local:ভোটের আগে এসব কী ঘটছে। বনগাঁ লোকালে শোরগোল! জানুন

+
title=

উত্তর ২৪ পরগনা: ট্রেনের টিকিট নয়, রেল যাত্রীদের দেওয়া হল চোর তাড়ানোর টিকিট! পঞ্চায়েত নির্বাচনে প্রচারের শেষ মুহূর্তে এমনই এক অভিনব উদ্যোগ নেওয়া হল জেলার বাম যুব সংগঠনের তরফে। ট্রেনের টিকিটের অনুকরণে প্লাটফর্মে, ট্রেনের ভিতরে যাত্রীদের হাতে তুলে দেওয়া হল ‘চোর তাড়ানোর টিকিট’। টিকিটে গন্তব্যস্থল হিসাবে উল্লেখ করা হয় চোর, লুটেরা, দাঙ্গাবাজের পঞ্চায়েত টু জনগণের পঞ্চায়েত। তারিখ দেওয়া হয়েছে পঞ্চায়েত নির্বাচনের দিন অর্থাৎ ৮ জুলাই সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।
রাজ্যের নানা প্রান্তে অভিনব প্রচার দেখা গিয়েছে এবারের পঞ্চায়েত নির্বাচনে। সব রাজনৈতিক দলগুলি তাদের নিজের নিজের মত করে প্রচার সেরেছেন ইতিমধ্যেই। তবে বাম যুব সংগঠনের তরফে এদিনের প্রচার রীতিমতো সারা ফেলে দিয়েছে শিয়ালদহ বনগাঁ শাখার লোকাল ট্রেনে। এদিন বিভিন্ন স্টেশনে এমনকি ট্রেনে উঠেও দেওয়া হল এই টিকিট। সঙ্গে বার্তা দেওয়া হল চোর লুটেরা দাঙ্গাবাজদের সরিয়ে মানুষের পঞ্চায়েত গড়ে তুলতে।
advertisement
আরও পড়ুন:
advertisement
টিকিটের উল্টো পিঠে রয়েছে বামেদের ক্ষমতায় নিয়ে আসা হলে তারা কি কি করবেন তার ছোট্ট ইশতেহারও। প্ল্যাটফর্মে, ট্রেনের ভেতরে বামেদের যুব সংগঠনের কর্মীদের এভাবে পঞ্চায়েত ভোটের অভিনব প্রচার দেখে অবাক হলেন যাত্রীরাও। ট্রেন যাত্রীদের মধ্যে প্রচারের পাশাপাশি জনসংযোগ বাড়াতে এই অভিনব চিন্তা মাথায় এসেছে বলেই জানালেন সংগঠনের সদস্যরা। তবে বামেদের শেষ মুহূর্তের এই প্রচার কতটা কাজে আসে তা দেখতে অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েকদিন।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Bangaon local: ট্রেনের টিকিট নয়! চোর তাড়ানোর টিকিট দেওয়া হল শিয়ালদহ-বনগাঁ শাখার লোকাল ট্রেনে! কী ঘটছে এসব
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement