North 24 Parganas News: মিনাখাঁর ঘরে ঘরে তৈরি হচ্ছে বাঁশের কাঠি! সেটা কী জিনিস দেখুন
- Reported by:JULFIKAR MOLLA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
ঘরে ঘরে তৈরি হচ্ছে বাঁশের কাঠি। মিনাখাঁর বধূদের বাড়তি আয়ের পথ করে দিয়েছে এই জিনিস
উত্তর ২৪ পরগনা: বাঁশের কাঠি তৈরি করে বাড়তি আয়ের পথ দেখছে মিনাখাঁর মানুষ। পঞ্চম-ষষ্ঠ শতকে বাংলার নর-নারীরা মাটি-বাঁশ-কাঠের মতাে সহজলভ্য উপকরণ দিয়ে ব্যবহারিক প্রয়ােজনের সঙ্গে জড়িয়ে থাকা শিল্প বস্তুগুলি তৈরি করত। গ্রাম বাংলার মাটির চালাঘর মূলত দাঁড়িয়ে থাকে কাঠ বা বাঁশের খুঁটির জোরে। ঘরামিরা ধাপে ধাপে ধাপে কাদা দিয়ে দেওয়াল তােলেন, সূত্রধররা কাঠ দিয়ে নানা শৈল্পিক ভঙ্গিতে তৈরি করে দেন চালাঘরের চাল ধরে রাখার কাঠামাে, বারুইরা খড় ও বাঁশ-বেত দিয়ে ঘরের চাল ছেয়ে দেন। ঘরের ভেতরের অংশটি সেজে ওঠে চালের ভার বহনকারী বামন আকৃতির কাঠের পুতুল, খােদাই করা কাঠের নানা কারুকাজে এবং বেত, সরকাঠি, ময়ূর-মাছরাঙার মতাে রঙিন পাখির পালকে। বাঁশ-বেতের ভেনকি তাক এবং নকশি ছাদ তাে আছেই।
আরও পড়ুন: জেলায় পাঁচ লক্ষ ফল গাছের চারা বিলি
বাঁশকে ছোট ছোট আকারে কেটে নিয়ে তা থেকে আবার সরু মসৃণ কাঠি বার করে বান্ডিল করছেন মিনাখাঁর কারিগররা। সেই বাঁশের কাঠি চলে যাচ্ছে কলকাতা সহ জেলার বিভিন্ন একাকায়। উত্তর ২৪ পরগনার মিনাখাঁর লাউগাছি, কুশাংরা সহ কয়েকটি গ্রামের কয়েকশো বধূ ও বৃদ্ধারা এই কাজ করছেন। এলাকার বধূরা জানান, কলকাতা থেকে গাড়িতে করে সপ্তাহে সপ্তাহে বাঁশের চটা আসে। সেগুলি থেকে কাঠি তৈরি করে রোদে শুকিয়ে বান্ডিল করে আবার চলে যায় কলকাতায়। ৮০০-৯০০ কাঠির এক একটি বান্ডিলে পান মাত্র ৬ টাকা। প্রতিদিন এভাবে তাঁরা ৫০-৬০ টাকা আয় করেন।
advertisement
advertisement
তবে এই কাঠিগুলি দিয়ে ঠিক কী তৈরি হয় তা জানেন না কেউই! কেউ জানায়, ঘুড়ি তৈরি হয়, আবার কেউ বলে এই কাঠি দিয়ে বিভিন্ন শৌখিন জিনিসপত্র, পুতুল কিংবা আইসক্রিম কারখানায় ব্যবহার করা হয়। তবে ঘরের কাজ সেরে বধূ ও বৃদ্ধারা কিছুটা হলেও আয়ের পথ দেখছেন এই কাঠি প্রস্তুত করে।
advertisement
জুলফিকার মোল্লা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 01, 2023 8:05 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মিনাখাঁর ঘরে ঘরে তৈরি হচ্ছে বাঁশের কাঠি! সেটা কী জিনিস দেখুন







