Bhatpara: ভাটপাড়ায় রং তুলির মাধ্যমে শান্তির বার্তা শিল্পীদের

Last Updated:

ভাটপাড়ায় রঙ-তুলির মাধ্যমে পথে আল্পনা এঁকে শান্তির বার্তা দিতে চাইছেন শিল্পীরা। তাদের এই উদ্যোগের মূল বিষয় হল চলো যাই আনন্দে আলপনা আঁকি। 

রাস্তায় আলপনা এঁকে শান্তির বার্তা ভাটপাড়ায়।
রাস্তায় আলপনা এঁকে শান্তির বার্তা ভাটপাড়ায়।
রাতুল ব্যানার্জি, উত্তর ২৪ পরগনা : ২০১৯ এ লোকসভা ভোটের পর থেকেই ভাটপাড়া (Bhatpara) হয়ে উঠেছে খবরের শিরোনামে। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বিজেপিতে যাওয়ার পর থেকেই সরগরম ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। আর এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে ভাটপাড়া। অর্জুন সিং (Arjun Singh) এর গড় বলে পরিচিত এই ভাটপাড়া কেন্দ্র। মাঝেমধ্যেই খবরের শিরোনামে থাকে এই কেন্দ্রটি।
২০২১ এর বিধানসভা নির্বাচনে এই ভাটপাড়া কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন অর্জুন সিং (Arjun Singh) এর পুত্র পাওয়ান সিং। তৃণমূল বিজেপির দুই পক্ষেরই জোরকদমে টেক্কা দেওয়া হয়েছে এই কেন্দ্র কে নিয়ে। এমনকি নির্বাচন কমিশনের বিশেষ নজরে কিছু কেন্দ্রের মধ্যে ছিল ভাটপাড়াও (Bhatpara)। কখনও বোমাবাজি আবার কখনও খুন, আবার কখনও রাজনৈতিক তরজা কিছুই বাদ নেই। তাই এই ভাটপাড়াকে শান্ত রাখতে এগিয়ে এলেন কিছু শিল্পী।  ভাটপাড়ায় রঙ-তুলির মাধ্যমে শান্তির বার্তা শিল্পীদের। মাঝে-মধ্যেই অশান্ত হয়ে উঠছে ভাটপাড়া। সেই ভাটপাড়ায় (Bhatpara) রঙ-তুলির মাধ্যমে পথে আল্পনা এঁকে শান্তির বার্তা দিতে চাইছেন শিল্পীরা। তাদের এই উদ্যোগের মূল বিষয় হল চলো যাই আনন্দে আলপনা আঁকি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীরা মিলেই ভাটপাড়ার রাস্তায় আলপনা এঁকে শান্তির বার্তা সামিল হয়েছেন এদিন। ভাটপাড়ায় (Bhatpara) রাজপথে আলপনা এঁকে আগামী দিনে শান্তির বার্তা দিলেন তারা।
advertisement
গত চার বছর ধরে শিল্পীদের নিয়ে গড়া জগদ্দল আর্টিস্ট ফোরাম এই ধরনের শিল্পকলার নিদর্শন তুলে ধরছেন। বৃহস্পতিবার সকালে জগদ্দল আর্টিস ফোরামের শিল্পীরা গোলঘর পার্কের কাছ থেকে নিউ কর্ড রোড ধরে সুন্দিয়া পাঁচ মাথা মোড় পর্যন্ত রঙ-তুলির মাধ্যমে নকশায় ভরিয়ে তুললেন। এলাকায় শান্তি বজায় রাখতে শিল্পীদের এই অভিনব উদ্যোগে খুশি ভাটপাড়াবাসী। এলাকাবাসীর মধ্যে এভাবেই যেন ভাটপাড়ায় ফিরে আসুক শান্তি সবাই যেন এক সঙ্গে এভাবেই এগিয়ে যেতে পারে আগামী দিনে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Bhatpara: ভাটপাড়ায় রং তুলির মাধ্যমে শান্তির বার্তা শিল্পীদের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement