North 24 Parganas News- সোশ্যাল মিডিয়ায় কীর্তনকে বিকৃত করে পরিবেশনের প্রতিবাদে সরব ধর্মপ্রাণ মানুষেরা

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ঝড় উঠেছে। কীর্তনকে বিকৃত করায় সরব হয়েছে এক পক্ষ। অপরদিকে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে উপভোগ করতেই ব্যস্ত কিছু সংখ্যক মানুষ

+
কীর্তন

কীর্তন বিকৃত করার অভিযোগ

#উত্তর ২৪ পরগনা:  ১১৭৬ এর হরেকৃষ্ণ-র পর এবার হরিনাম সংকীর্তনকে বিকৃত করার প্রতিবাদে সরব মধ্যমগ্রাম বাদু কাঞ্চনতলা কল্যাণময়ী মন্দিরে পৃষ্ঠপোষক তথা মাতৃ সাধক শঙ্খ চ্যাটার্জী। তিনি আক্ষেপের সুরে বলেন, "বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কীর্তনের আলাদা রূপ দেওয়ার চেষ্টা চলছে। কখনো দেখা যাচ্ছে, পুষ্পা সিনেমার গানের সুরে কীর্তন করা হচ্ছে, শুধু পুষ্পার গান নয়, টুনির মা থেকে নানান হিন্দি গানের সুরে কীর্তনের সঙ্গে হচ্ছে নাচ।"
এর আগে ১১৭৬ নিয়ে যখন তোলপাড় হয়েছিল নেট দুনিয়া তখনও সরব হয়ে ছিলেন শঙ্খ বাবু। এবারও তিনি হিন্দি গানের সুরে কীর্তন গাওয়া নিয়ে তীব্র নিন্দা করছেন। তিনি বলেন, "হিন্দু ধর্মের কোনটা কুসংস্কার এবং কোনটা সংস্কার সেটা জানবার সময় এসেছে। অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়ায় কোন দেবদেবীর ছবি পোস্ট করে শেয়ার করে মনোবাঞ্ছা পূর্ণ করার বার্তা।" এই বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন এই মাতৃ সাধক। এই ধরনের কুসংস্কার বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি। শঙ্খ বাবু ধর্মীয় সচেতন মানুষের কাছে আবেদন জানিয়েছেন, এইভাবে কীর্তন কে যে বা যারা বিকৃত করছে তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিৎ। বৈষ্ণব ধর্মালম্বীদের এই গান তারা ধর্মাচরণের জন্য ব্যবহার করে থাকেন। সে ক্ষেত্রে তারা আঘাত প্রাপ্ত হয়েছে বলেই মনে করছেন ধর্ম প্রেমী মানুষেরা ও। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ঝড় উঠেছে। কীর্তন কে বিকৃত করায় সরব হয়েছে এক পক্ষ। অপরদিকে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে উপভোগ করতেই ব্যস্ত কিছু সংখ্যক মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- সোশ্যাল মিডিয়ায় কীর্তনকে বিকৃত করে পরিবেশনের প্রতিবাদে সরব ধর্মপ্রাণ মানুষেরা
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement