North 24 Parganas News: রেশনে দেওয়া হচ্ছে প্লাস্টিকের চাল! শারীরিক সমস্যায় জেরবার স্থানীয় বাসিন্দারা
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
North 24 Parganas News: রেশনে দেওয়া হচ্ছে প্লাস্টিকের চাল! এলাকাবাসীদের হচ্ছে শারীরিক সমস্যা । এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া বিধানসভার খারো নিমতলা এলাকায়।
রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: রেশনে দেওয়া হচ্ছে প্লাস্টিক চাল এবং সেই প্লাস্টিক চাল খেয়েই পেটের সমস্যায় ভুগছেন গ্রামবাসীরা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া বিধানসভার খারো নিমতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার প্রায় ২০০ টির উপর পরিবার রেশনের চাল নিজেরা খান ও পরিবারের অন্যান্য সদস্যদেরও খাওয়ান।
রেশন থেকে যে চাল দেওয়া হচ্ছে তার মধ্যে যেন রয়েছে প্লাস্টিক জাতীয় চাল, এমনটাই দাবি করছেন গ্রামবাসীরা। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও দিন দিন বেড়ে চলেছে শারীরিক নানা সমস্যা। গ্রামবাসীদের অনুমান, দীর্ঘদিন এই প্লাস্টিক জাতীয় চাল খেয়েই তৈরি হচ্ছে শারীরিক সমস্যা।
আরও পড়ুন : কলকাতা মেডিক্যাল, আরজিকরে ডাক্তারি কোর্সে ভর্তিতে সক্রিয় প্রতারকরা! উদ্ধার নথি
গ্রামবাসীরা আরও অভিযোগ করেন, রেশনে যে চাল দেওয়া হয় তার মধ্যে প্লাস্টিকের মতো দেখতে এমন চাল রয়েছে, সেই চাল গরম জলে দিলে আঠা আঠা হয়ে যায় এবং একটি অন্য রকম রং দেখতে পাওয়া যায় সাধারণ চালের থেকে। ফলে বিষয়টি সামনে আসতেই গ্রামবাসীদের ক্ষোভ বাড়ছে। বিষয়টি নিয়ে গ্রামবাসীরা রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করলে, রেশন ডিলারের জানান, এর মধ্যে পুষ্টিকর জাতীয় এক ধরনের চাল মেশানো রয়েছে। ফলে চালগুলি একটু এরকম হয়ে যায়। যদিও অভিযোগ, এই চাল নিয়মিত খাওয়ার পরই পেটের সমস্যা দেখা দিচ্ছে গ্রামবাসীদের অনেকের। বিষয়টি নিয়ে পঞ্চায়েত সদস্য দাবি করেন, শাসকদলকে কালিমালিপ্ত করার জন্য কেউ বা কারা প্লাস্টিকের চাল এর মধ্যে মিশিয়ে দিয়ে গুজব ছড়াচ্ছে। যদিও বিরোধীদের তরফ থেকে বিষয়টি নিয়ে ধিক্কার জানানো হয়েছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2023 6:34 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রেশনে দেওয়া হচ্ছে প্লাস্টিকের চাল! শারীরিক সমস্যায় জেরবার স্থানীয় বাসিন্দারা