North 24 Parganas News: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হল গাড়ির যন্ত্রাংশের দোকান
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হল মোটর যন্ত্রাংশের দোকান। শীতের রাতে দ্রুত আগুন ছড়িয়ে পরে আশপাশের বেশ কয়েকটি দোকানে। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাসনাবাদ থানার মুরারিশা চৌমাথা এলাকায়।
#উত্তর ২৪ পরগনা : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হল মোটর যন্ত্রাংশের দোকান। শীতের রাতে দ্রুত আগুন ছড়িয়ে পরে আশপাশের বেশ কয়েকটি দোকানে। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাসনাবাদ থানার মুরারিশা চৌমাথা এলাকায়। এদিন ভোর তিনটে নাগাদ কবিরুল মোল্লার মোটর পারর্স এর দোকানে হঠাৎই আগুনের ফুলকি দেখতে পান নৈশ প্রহরীরা। এরপরই হাসনাবাদ থানায় খবর দিলে, ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন।
ততক্ষণে অবশ্য স্থানীয় রাজু ঢালীর নেতৃত্বে এলাকার যুবকরাই ঝাঁপিয়ে পড়েছেন আগুন নেভানোর জন্য। অবশেষে প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। দোকানটিতে প্রচুর মোটরসাইকেল ও চার চাকার যন্ত্রাংশের পারর্স রাখা ছিল। সেইগুলি নষ্ট হয়ে গিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেই জানা গিয়েছে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও বুঝে উঠতে পারছেন না কেউই।
advertisement
আরও পড়ুনঃ পরিবেশবান্ধব নানা চিত্রে সেজে উঠছে স্টেশন, কারা করছে এই কাজ!
দোকানের মধ্যে কোন দাহ্য পদার্থ মজুদ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান ,বিদ্যুতের তারে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। দোকানে গাড়ির মোবিল, টায়ার, টিউব থাকার কারণে আগুন নিয়ন্ত্রণ আনতে বেগ পেতে হয় ফলে, অনেকটা সময় লেগে যায়। পাশাপাশি ওই বিল্ডিং এ থাকা বেশ কয়েকটি দোকানেও আগুন লেগে যায়। শীতের রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
advertisement
advertisement
Rudra Narayan Roy
Location :
First Published :
December 08, 2022 1:10 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হল গাড়ির যন্ত্রাংশের দোকান