North 24 Parganas: প্রেমিকা অন্যের হবে! সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
ত্রিকোণ প্রেমের জেরে প্রাক্তন প্রেমিকের হাতে খুন যুবক, ঘটনার তদন্তে গোবরডাঙ্গা থানার পুলিশ
রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: প্রেমিকা অন্য কারোর হবে? সহ্য করতে পারেননি প্রাক্তন প্রেমিক। সুযোগ বুঝে অপেক্ষা করছিল। রাতে প্রেমিকাকে নিয়ে বচসা বাধে প্রাক্তন ও বর্তমান প্রেমিকের। হঠাৎই প্রাক্তন প্রেমিক রাগে উন্মত্ত হয়ে ছুরি চালিয়ে দেয় অঙ্কন ভঞ্জো চৌধুরীর শরীরে। অভিযোগ, ত্রিকোণ প্রেমের সম্পর্কে শেষ হয়ে গেল ২২ বছরের তরতাজা যুবক। ঘটনাটি ঘটেছে এদিন রাত সাড়ে নটা নাগাদ। ঘটনাস্থল গোবরডাঙ্গা থানার বেড়গুম রামকৃষ্ণ পাঠাগার গলি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২২ বছরের অঙ্কন ভঞ্জো চৌধুরীর সঙ্গে মোবাইল রিপেয়ার করতে এসে পরিচয় হয় যুবতীর। সেই পরিচয় থেকে ক্রমে রূপ পায় ভালোবাসার। বিষয়টি জানতে পেরে যায় ওই যুবতীর প্রাক্তন প্রেমিক। প্রেমের সম্পর্ক নিয়ে এরপর বচসা বাধে প্রাক্তন ও বর্তমান প্রেমিকের মধ্যে। দুজনের গন্ডগোলের মধ্যেই হঠাৎই প্রাক্তন প্রেমিক অঙ্কনের পেটে ছুরি চালিয়ে দিয়ে পালিয়ে যায়। জানা গেছে অভিযুক্ত ওই যুবক অনির্বাণ নাগ মসলন্দপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উলুডাঙ্গা এক নম্বর কলোনির বাসিন্দা। অভিযোগ পেয়ে রাতেই রেলগেট চত্বর থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত কে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে নটায় রাস্তার ধারে বেশ কিছুক্ষণ ধরে দুই যুবকের বচসা চলছিল। এরপরই হঠাৎই এক যুবক মাটিতে লুটিয়ে পড়ে। অপরজন দৌড়ে পালিয়ে যায়। প্রথমে ভয়ে কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। পরবর্তীতে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে স্থানীয় বাউগাছি গ্রামীণ হাসপাতলে ভর্তি করে । অবস্থার অবনতি হতেই যুবককে রেফার করা হয় হাবরা হাসপাতালে। ততক্ষণে সবশেষ। যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সাইকেল ও একটির রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবকের কঠিন শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা। গোটা ঘটনার নেপথ্যের কারণ কি তা খতিয়ে দেখছে পুলিশ।
Location :
First Published :
March 29, 2022 6:39 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: প্রেমিকা অন্যের হবে! সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত