Guinness World Records|| সৌরভের সঙ্গে দেখা না হওয়ার জেদ, গিনেস বুকে নাম তুললেন জেলার ছেলে, জানুন তাঁর কীর্তি

Last Updated:

Guinness World Records: গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন জগদ্দল কেউটিয়ার বাসিন্দা ব্রতজিৎ সরকার। গোটা পৃথিবীর একাধিক প্রতিযোগীকে পিছনে ফেলে নতুন রেকর্ড তৈরি করেলেন ব্রতজিৎ।

+
গিনেস

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জগদ্দল কেউটিয়ার ব্রতজিত সরকার।

বারাসাত: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বাংলার গৌরব সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ থেকেই জেদ, আর সেই জেদের বশেই এসেছে সাফল্য। নিজের যোগ্যতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পথ তৈরি করতে, বেছে নিয়েছিলেন এই রাস্তা। আর সেই রাস্তায় হেঁটেই অবশেষে বিশ্বমঞ্চ থেকে স্বীকৃতি মিলল জগদ্দলের বছর ২২-এর ব্রতজিৎ সরকারের।
জেলার এই যুবকের ঝুলিতে এল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। ৮৫টি এক টাকার কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে তাঁর নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। জগদ্দল কেউটিয়ার বাসিন্দা ব্রতজিৎ সরকার। দীর্ঘ প্রায় ১০ মাস পরিশ্রম করে অবশেষে তাঁর ঝুলিতে এসেছে সাফল্য।
আরও পড়ুনঃ আলুর বদলে ফুচকায় এ কী সাংঘাতিক পুর? গোটা সুন্দরবন তোলপাড়
ব্রতজিৎ জানান, একটি রিয়ালিটি শো-তে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য প্রায় ছ'বার অডিশন দিলেও সুযোগ মেলেনি। সেখান থেকেই জন্মায় জেদ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পথ খুঁজতে অবশেষে বিশেষ উপায়ে অবলম্বনে সচেষ্ট হন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্রেম হবে গাঢ়, ভালবাসার সপ্তাহে প্রিয়জনকে দিন বিশেষ 'এই' গোলাপ, তাজা থাকবে ১৫ দিন
বিশেষ কোনও স্বীকৃতি অর্জন করলে হয়তো সৌরভের সঙ্গে দেখা করার সুযোগ মিলবে এই আশা নিয়ে, সোশ্যাল মিডিয়া ঘেঁটে বিশ্ব মঞ্চের একাধিক গাইড লাইন মেনে ১ টাকার কয়েন দিয়ে টাওয়ার তৈরির কথা মাথায় আসে ব্রতজিতের। এরপরই শুরু হয় চেষ্টা, অবশেষে গোটা পৃথিবীর একাধিক প্রতিযোগীকে পিছনে ফেলে নতুন রেকর্ড তৈরি করেলেন ব্রতজিত। ইতিমধ্যেই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট হাতে পেয়েছেন তিনি।
advertisement
ছেলের এই সাফল্যে খুশি সরকার দম্পতি। শুধু তাই নয়, এলাকার ছেলে ব্রতজিতের এই সাফল্যে জগদ্দলের কেউটিয়ার বাসিন্দারাও রীতিমতো উচ্ছ্বসিত। আগামী দিনে ব্রতজিতের থেকে আরও নতুন কিছু সৃষ্টির আশা রাখছেন দম্পতি পরিবার-সহ এলাকার বাসিন্দারা। ব্রতজিৎও চান আগামী দিনে আরও নতুন কিছু করে দেশবাসীর কাছে নিজেকে প্রতিষ্ঠা করতে।
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Guinness World Records|| সৌরভের সঙ্গে দেখা না হওয়ার জেদ, গিনেস বুকে নাম তুললেন জেলার ছেলে, জানুন তাঁর কীর্তি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement