প্রধানমন্ত্রীর উপর রাসায়নিক হামলার হুমকি দিয়ে গ্রেফতার যুবক

Last Updated:

প্রধানমন্ত্রীর উপর রাসায়নিক হামলার হুমকি দেওয়ার জন্য গ্রেফতার করা হল যুবককে ৷ মুম্বই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে ৷

#মুম্বই:  প্রধানমন্ত্রীর উপর রাসায়নিক হামলার হুমকি দেওয়ার জন্য গ্রেফতার করা হল যুবককে ৷ মুম্বই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে ৷ ২১ বছরের ওই যুবক একটি প্রাইভেট ফার্মের নিরাপত্তারক্ষীর কাজ করতেন ৷ এনএসজিকে ফোন করে এই হামলার কথা জানান তিনি ৷
দিল্লিতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড কন্ট্রোল রুম শুক্রবার ৫:৩০টা নাগাদ একটি ফোন আসে ৷ তাতে বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর রাসায়নিক হামলা করা হবে ৷ আইডি ট্র্যাকারের সাহায্যে জানা যায় মুম্বইয়ের নম্বর থেকে করা হয়েছিল ৷ এরপর মুম্বই পুলিশ ও সিটি পুলিশকে ব্যাপারটা জানানো হয় ৷ ফোন নম্বর ট্র্যাক করে মুম্বই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে যুবককে গ্রেফতার করা হয় ৷ অভিযুক্তের নাম কাশীনাথ মন্ডল ৷ তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা ৷ মুম্বই থেকে ট্র্রেনে উঠার কথা ছিল তার ৷ কিন্তু তার আগেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে নেয় ৷
advertisement
advertisement
গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগ রয়েছে নাকি অন্য কেউ তার মোবাইল ব্যবহার করে ফোন করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
প্রধানমন্ত্রীর উপর রাসায়নিক হামলার হুমকি দিয়ে গ্রেফতার যুবক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement