৪৮ ঘন্টায় দ্বিতীয় হত্যা, উপত্যকায় উদ্ধার অপহৃত যুবকের ছিন্নভিন্ন দেহ

Last Updated:
#শ্রীনগর: পুলাওয়ামায় গুলিতে ঝাঝরা হয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার হওয়ার পর কেটে গিয়েছে ৪৮ ঘন্টা । আর এই ৪৮ ঘন্টা পরেই দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান থেকে নলি কাটা অবস্থায় উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। আরও দুজনের সঙ্গে তাঁকে অপহরণ করেছিল আতঙ্কবাদীরা। যুবকের নাম হুজায়েফ কুট্টায়।
হুজাইফের সঙ্গে শাহিদ গণাই ও ফারুক ঠোকরকে অপহরণ করে জঙ্গিরা । শায়িদপোরা পাইন গ্রামের একটি বেকারি থেকে তাঁদের অপহরণ করা হয়েছিল । হার্মেইন গ্রামের একটি জঙ্গলে হুজাইফের রক্তাক্ত দেহ আবিষ্কার করে পুলিশ। মৃতদেহ তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে ও ঘটনার তদন্ত করছে পুলিশ।
advertisement
advertisement
বৃহস্পতিবার রাতে পুলাওয়ামা জেলায় নাদিম মঞ্জুর দার নামক এক কিশোরের গুলিবিদ্ধ দেহ আবিষ্কার করেছিল পুলিশ। শোপিয়ানের সাফানগরি থেকে নাদিমকে অপহরণ করেছিল জঙ্গিরা।
ঘটনার নিন্দা করে ট্যুইট করেছে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা । এই ধরনের বর্বরতার কোনও স্থান সমাজে নেই ও এই ধরনের কাজ কোনও যুক্তিতেই সমর্থনযোগ্য নয়, জানিয়েছেন তিনি।
বাংলা খবর/ খবর/দেশ/
৪৮ ঘন্টায় দ্বিতীয় হত্যা, উপত্যকায় উদ্ধার অপহৃত যুবকের ছিন্নভিন্ন দেহ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement