‘গুগল বলছে চিকুনগুনিয়ায় কেউ মরে না’,মন্তব্য দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সতেন্দ্র জৈন

Last Updated:

মশাবাহিত রোগ দিল্লিতে প্রায় মহামারীর আকার ধারণ করেছে ৷ রাজধানীতে ডেঙ্গি ও চিকুনগুনিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ ৷ সোমবার দিল্লিতে চিকুনগুনিয়ায় মৃতের সংখ্যা ছিল তিন ৷

#নয়াদিল্লি: মশাবাহিত রোগ দিল্লিতে প্রায় মহামারীর আকার ধারণ করেছে ৷ রাজধানীতে ডেঙ্গি ও চিকুনগুনিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ ৷ সোমবার দিল্লিতে চিকুনগুনিয়ায় মৃতের সংখ্যা ছিল তিন ৷ এদিন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ ৷ অন্যদিকে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে ১৪ জনের ৷
দিল্লির বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সতেন্দ্র জৈনকে প্রশ্ন করা হলে তিনি চিকুনগুনিয়ায় মৃত্যুর কথা অস্বীকার করে বলেন, ‘গোটা বিশ্বে চিকুনগুনিয়ায় মৃত্যুর কোনও উদাহরণ নেই সেখানে কী করে শুধুমাত্র দিল্লিতেই এটা সম্ভব! আমি খোঁজ নিয়ে দেখেছি যারা মারা গিয়েছেন তাদের চিকুনগুনিয়া ছাড়াও অন্য অনেক অসুস্থতা ছিল ৷’
দিল্লির নাগরিকদের তিনি আশ্বস্ত করে বলেছেন, ‘ভয় পাওয়ার কোনও কারণ নেই ৷ রাজ্য সরকার সমস্ত ধরনের সাহায্যে করার জন্যই তৈরি ৷’ একইসঙ্গে রাজধানীবাসীর কাছে স্বাস্থ্যমন্ত্রীর অনুরোধ, ‘জ্বর হলেই হাসপাতালে ভর্তি হবেন না ৷ ডাক্তার আপনাকে ভর্তি হতে বললে তবে হাসপাতালে যান ৷ না হলে গুরুতর অসুস্থ রোগীদের বেড পেতে সমস্যা হবে ৷’
advertisement
advertisement
দিল্লির হাসপাতালগুলিতে উপছে পড়ছে রোগীর ভিড় ৷ অধিকাংশই জ্বরের সমস্যা নিয়ে হাসপাতালে আসছেন ৷ রোগীর তুলনায় শয্যা সংখ্যা অনেক কম ৷ হাসপাতালগুলিতে একটি বেডে প্রায় পাঁচজন জ্বরের রোগীর চিকিৎসা চলছে ৷ একইসঙ্গে পর্যাপ্ত ডাক্তারের অভাবে ধুঁকছে হাসপাতালগুলি ৷ এরই মধ্যে দিল্লির পরিস্থিতি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্র ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা সমস্ত সহযোগীতার আশ্বাস দিয়েছেন ৷
advertisement
এই মুহূর্তে জ্বরে কাঁপছে দিল্লি ৷ অসমর্থিত সূত্রে খবর, দিল্লিতে হাজারেরও বেশি মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত ৷ দিল্লি পুরসভার তথ্য অনুযায়ী, রাজধানীতে চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা ১০৫৭ এবং ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন যথাক্রমে ১১৫৮ ও ২১ জন ৷ তবে সরকারি হাসপাতালের চিকিৎসকদের মতে এই সংখ্যাটার সঙ্গে বাস্তব পরিস্থিতির অনেক ফারাক ৷
advertisement
দিল্লির এই মুহূর্তের পরিস্থিতির দায় নিতে নারাজ মুখ্যমন্ত্রী ৷ সোমবার ট্যুইট করে সমস্ত দোষই চাপিয়েছেন কেন্দ্র ও নরেন্দ্র মোদির ঘাড়ে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘গুগল বলছে চিকুনগুনিয়ায় কেউ মরে না’,মন্তব্য দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সতেন্দ্র জৈন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement