এবার ঘরে বসেই পেতে পারবেন পাসপোর্ট ! ডাউনলোড করুন এই অ্যাপ
Last Updated:
বিদেশে যেতে চান ? বেশিরভাগ ক্ষেত্রেই ইচ্ছে হলেও উপায় থাকেনা ! কারণ পাসপোর্ট পেতে গেলে পোয়াতে হয় হাজার একটা ঝক্কি ৷ আর তা হাতে পেতে পেতেও কয়েক মাসের ধাক্কা ৷
#নয়াদিল্লি: বিদেশে যেতে চান ? বেশিরভাগ ক্ষেত্রেই ইচ্ছে হলেও উপায় থাকেনা ! কারণ পাসপোর্ট পেতে গেলে পোয়াতে হয় হাজার একটা ঝক্কি ৷ আর তা হাতে পেতে পেতেও কয়েক মাসের ধাক্কা ৷ কিন্তু এবার সেই সমস্ত সমস্যার সমাধান হচ্ছে এক নিমেষে ৷ মোবাইল অ্যাপে ঘরে বসেই আপনি পাসপোর্টের জন্য আবেদন জানাতে পারেন ৷ পাসপোর্ট সেবা অ্যাপের মাধ্যমে ৷
মঙ্গলবার পাসপোর্ট সেবা দিবস উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানেই এই নয়া অ্যাপটির লঞ্চ করা হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুষমা স্বরাজ ৷ তিনি জানিয়েছেন, এই অ্যাপ মারফত ভারতের যেকোনও প্রান্তে বসেও আবেদন জানাতে পারবেন ৷ পাসপোর্ট কেন্দ্রেও যাওয়ার প্রয়োজন নেই ৷ আপনি বাড়িতে বসেও পাসপোর্টের জন্য আবেদন জানাতে পারবেন ৷ এমনকী, যে ঠিকানা ব্যবহার করবেন সেই ঠিকানাতেই হবে সমস্ত ভেরিফিকেশন ৷
advertisement
Now, through Passport Seva app, people can apply for a passport from any part of the country. Police verification will be done on the address you will give on the app. The passport will be dispatched to that address: EAM Sushma Swaraj pic.twitter.com/rdYdq6sRsb
— ANI (@ANI) June 26, 2018
advertisement
advertisement
অন্যদিকে, সুষমা স্বরাজ জানিয়েছেন, এখনও অবধি ২৬০ টি পাসপোর্ট কেন্দ্র রয়েছে ভারতে ৷ তবে, খুব শীঘ্রই সেই সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 26, 2018 5:21 PM IST